গত মাসে তাঁর উপর জারি হওয়া আদালতের বিধিনিষেধ না মানার কারণে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ দিল ব্রাজিলের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরাসে প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে গৃহবন্দির নির্দেশ দিয়েছেন। জানা যাচ্ছে সোমবারই এই নির্দেশ কার্যকর হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ বন্ধু জাইর বলসোনারো ট্রাম্পের মতোই গত নির্বাচনে তাঁর হার মানতে পারেন নি। ২০২২ সালে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে নির্বাচনে পরাজয়ের পর বলসোনারো ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ। সেই অভিযোগের বিচার চলছে। এই ষড়যন্ত্রে তাঁর বহু ঘনিষ্ঠ সহযোগীও যুক্ত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
হার মানতে না পারায় ব্রাসিলিয়ায় ২০২৩ সালের জানুয়ারিতে বলসোনারোর সমর্থকরা দাঙ্গায় জড়িয়ে পড়ে। আইন ও প্রশাসনকে পরোয়া না করে এসবের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বলসোনারোর রাজনৈতিক ভবিষ্যৎ আরো সংকটে পড়ে। তবে পাশে দাঁড়াতে বাবার হয়ে মাঠে নেমেছে তার পুত্র এডুয়ার্দো বলসোনারো, যিনি ব্রাজিলের একজন সংসদ সদস্য।
বাবার বিচার শুরু হতেই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে ওয়াশিংটনে গিয়ে জনমত গঠনের চেষ্টা করেছেন এডুয়ার্দো। বলসোনারোর সঙ্গে খাতিরের কারনেই ট্রাম্প ব্রাজিলের উপর নতুন শুল্ক আরোপে প্রভাবিত হয়েছেন বলে অভিযোগে উঠে এসেছে।
এদিকে বার বার জ্বালাময়ী ভাষণ দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে বলসোনারোর উপর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। আদালতের সেই নির্দেশও শোনেননি প্রাক্তন প্রেসিডেন্ট। রিও ডি জেনিরোতে এক সমাবেশে ছেলের সঙ্গে তাঁর সরাসরি ফোনে বলা কথা সম্প্রচার করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেন বলসোনারো শিবির। এর পরেই বলসোনারোকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্রাজিলের ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বলসোনারোর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এবং গৃহবন্দির নির্দেশ কার্যকর করেছে।