ফলাফল শেষপর্যন্ত যাই হোক। সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে দুই দল থেকেই একজন করে বেছে নেওয়া হবে। এমন নিয়ম ইংল্যান্ডে দীর্ঘদিন ধরেই চালু। তবে সদ্য সমাপ্ত সিরিজে দেখা গিয়েছে একটি নতুন নিয়ম। এ বারে দুই দলের দুই সেরা খেলোয়াড়কে বেছে নিয়েছেন প্রতিপক্ষ কোচ। অর্থাৎ ভারতীয় দলের সেরা খেলোয়াড়কে বেছেছেন ইংল্যান্ড দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। অন্যদিকে সিরিজে ইংরেজদের মধ্যে থেকে সেরা ক্রিকেটার বেছে নিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।
সিরিজে ইংল্যান্ডের তরফে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হ্যারি ব্রুক। আর টিম ইন্ডিয়ার সেরা খেলোয়াড় হিসেবে অধিনায়ক শুভমন গিলকে বেছে নিয়েছেন ম্যাককালাম। তবে সম্প্রতি জানা গেল, ইংল্যান্ডের কোচ শেষ পর্যন্ত মোটেই গিলকে সিরিজ সেরার পুরস্কার দিতে চাননি। বরং তিনি বেছে নেন অন্য একজনকে। কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে শেষমেশ পুরস্কারটি ভারত অধিনায়কের হাতেই ওঠে।
এক ক্রিকেটীয় ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এই গোপন কাহিনি ফাঁস করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক। তিনি জানিয়েছেন, ওভাল টেস্টের চতুর্থ দিন পর্যন্ত গিলকেই পছন্দ ছিল ম্যাককালামের। কিন্তু পঞ্চম দিনে মহম্মদ সিরাজের আগুনে বোলিং দেখে মত বদলে যায় তাঁর। এ সময় সিরাজকেই সিরিজের সেরা বেছে নিয়েছিলেন ইংল্যান্ডের কোচ।
ওভাল টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন সিরাজ। সব মিলিয়ে সিরিজে মোট ২৩ উইকেট। এরপর ম্যাককালামও তাঁকে বেছে নিয়েছিলেন সিরিজের সেরা হিসেবে। তা হলে পুরস্কারটি পেলেন না মিঁয়াভাই? কার্তিক জানিয়েছেন, “চতুর্থ দিনে ম্যাককালামের পছন্দ ছিলেন গিল। সেই মতো জানিয়ে দেওয়া হয় মাইকেল আথারটনকে। যিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশ্ন করবেন পুরস্কার প্রাপককে। এরপর পঞ্চম দিন ৪০ মিনিট খেলা হওয়ার পর ইংল্যান্ডের কোচ সিদ্ধান্ত বদলালেও ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। আথারটন ততক্ষণে প্রশ্ন তৈরি করে ফেলেছেন। সেই কারণেই গিলকেই দেওয়া হয়েছে সিরিজ সেরার পুরস্কার।”