ঋষভ পন্থ সত্যিই যেন অনুপ্রেরণার এক নাম। ম্যানচেস্টারে ভাঙা পা নিয়ে ব্যাট করতে নেমেছিলেন ভারতীয় উইকেটকিপার। তাতে জিতে নিয়েছিলেন সমর্থকদের হৃদয়। আর এবার মাঠের বাইরে রাখলেন মানবিকতার এক অসাধারণ নিদর্শন। জানা গিয়েছে, এক দুঃস্থ পড়ুয়ার কলেজের বেতন মিটিয়ে দিয়েছেন পন্থ। ফলে নতুন করে আরেকবার গোটা দেশের মন জিতে নিলেন তিনি।
উক্ত পড়ুয়ার নাম জ্যোতি কানাবুর মাথ। বাড়ি কর্ণাটকের বিলাগি তালুকভুক্ত রবকাভি গ্রামে। জানা গিয়েছে, প্রাক-বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন জ্যোতি। কিন্তু এরপরেও তাঁর উচ্চশিক্ষা অনিশ্চিত ছিল আর্থিক কারণে। জ্যোতির বাবা তীর্থায়া কানাবুর মাথের ক্ষমতা ছিল না কলেজের ফিজ দেওয়ার। খবর পেয়ে রাতারাতি কলেজের টাকা মিটিয়ে দেন পন্থ।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ওই পড়ুয়ার লেখা খোলা চিঠি। সেখান থেকেই জানা গিয়েছে গোটা বিষয়টি। জানা গিয়েছে, জামখন্ডির বিজাপুর লিঙ্গায়েত এডুকেশন ইন্সটিটিউশনে কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ার সুযোগ পেয়েছিলেন জ্যোতি। এরপর তাঁর পরিবারের তরফে অনিল নামের শুভানুধ্যায়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বেঙ্গালুরুর ক্রিকেট মহলের কিছু পরিচিতকে জানান। সেখান থেকে ঋষভের কানে খবর পৌঁছতেই তিনি নিজেই কলেজের সঙ্গে যোগাযোগ করে ৪০ হাজার টাকা মিটিয়ে দেন।
উল্লেখযোগ্য বিষয় হল, জ্যোতি নিজেও সে সময় বিষয়টি জানতেন না। পরে তিনি এবং কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে যৌথভাবে খোলা চিঠিটি লিখেছে। জ্যোতি জানিয়েছেন, বেঙ্গালুরু ক্রিকেটের সঙ্গে যুক্ত অক্ষয় নামের এক ব্যক্তির থেকে গোটা ঘটনাটি জানতে পেরেছিলেন ঋষভ পন্থ। ভারতীয় দলের সহ অধিনায়ককে ধন্যবাদ জানানোর পাশাপাশি জ্যোতি জানান, ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান তিনি।