হারজিতটা বড় কথা নয়। সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে দুই দল থেকেই একজন করে বেছে নেওয়া হবে। ইংল্যান্ডে এমন নিয়ম দীর্ঘদিন ধরেই চালু। তবে সদ্য সমাপ্ত সিরিজে দেখা গিয়েছে একটি নতুন নিয়ম। এ বারে দুই দলের দুই সেরা খেলোয়াড়কে বেছে নিয়েছেন প্রতিপক্ষ কোচ। অর্থাৎ ভারতীয় দলের সেরা খেলোয়াড়কে বেছেছেন ইংল্যান্ড দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। অন্যদিকে সিরিজে ইংরেজদের মধ্যে থেকে সেরা ক্রিকেটার বেছে নিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।
যদিও এই বিষয়ে সম্প্রতি সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ধারাভাষ্যকার দীনেশ কার্তিক জানিয়েছেন, ভারতের তরফে অধিনায়ক শুভমান গিল সিরিজের সেরা নির্বাচিত হলেও তাঁকে পুরস্কারটি দিতে চাননি ম্যাককালাম। গিলকে তিনি প্রথম বেছে নিলেও পঞ্চম দিন সকালে মহম্মদ সিরাজের বোলিং দেখে মত বদলেছিলেন। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক মাইকেল আথারটনকে বিষয়টি জানাতে দেরি হয়ে যাওয়ার শেষমেশ পুরস্কার ওঠে গিলের হাতেই। এ বার ইংল্যান্ডের তরফে সিরিজের সেরা হওয়া হ্যারি ব্রুকও জানিয়ে দিলেন, তিনিও ভাবতে পারেননি পুরস্কারটি তাঁকেই দেওয়া হবে।
সদ্য সমাপ্ত সিরিজে ৯ ইনিংসে ব্রুকের সংগ্রহ ৪৮১ রান। রান সংগ্রাহকদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তিনি। তারপরেও সিরিজ সেরার পুরস্কার পেয়ে বেশ অবাক তিনি। ব্রুক ভেবেছিলেন সিরিজ সেরার পুরস্কারটি পেতে চলেছেন জো রুট। তাই বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কোনও রাখঢাক না করেই বলেন, “সিরিজে রুট যত রান করেছেন, তা আমি করতে পারিনি। তাই আমার মতে সিরিজের সেরা ওকেই নির্বাচিত করা উচিত ছিল।”
৯ ইনিংসে রুট করেছেন মোট ৫৩৭ রান। সিরিজের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক তিনিই। এ ছাড়া ব্যাটে-বলে সফল হওয়ার কারণে ইংরেজ অধিনায়ক বেন স্টোকসও ছিলেন সিরিজের সেরা হওয়ার অন্যতম দাবিদার। তবু এরপরেও ভারতীয় কোচ গৌতম গম্ভীর ব্রুককে বেছে নেওয়ায় বিদ্রূপের ঝড় উঠেছে সমাজ মাধ্যমেও। কেউ কেউ লিখেছেন, “গম্ভীরের আরও একটি সিদ্ধান্ত ভুল প্রমাণিত হল।” এ দিকে ব্রুক আরও জানিয়েছেন জয়ের জায়গা থেকে ম্যাচ হেরে যাওয়ায় তিনি হতাশ। গুরুত্বপূর্ণ সময় বড় শট খেলতে গিয়ে নিজের আউট হওয়ার প্রসঙ্গে বলেন, “পরের দুই ওভারে ৩০ রান তুলতে পারলেই আমরা জিতে যেতাম। আমার এটাই ভাবনা ছিল। আমি সব সময় বিপক্ষের ওপর চাপ বাড়াতে ভালোবাসি। ভালো খেলেছি ঠিকই। কিন্তু ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল। এই হার বেশ হতাশাজনক।”