এতবড় দাবানল সাম্প্রতিক সময়কালে আর দেখেনি ফ্রান্সের মানুষ। ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্সের অড অঞ্চল।এই অঞ্চলের রিবোটেন গ্রাম থেকে শুরু হওয়া এই আগুন এখনও পর্যন্ত ১৬,০০০ হেক্টর বন ও কৃষিজমি গ্রাস করে ফেলেছে যা আসলে প্যারিস শহরের চেয়েও বড় একটি এলাকা।
দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দু- হাজারের বেশি দমকলকর্মী। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আড়াই হাজারের বেশি ঘরবাড়ি।
কেন এই দাবানল এত বড় চেহারা নিয়েছে?
বলা হচ্ছে এই গ্রীষ্মে দক্ষিণ ইউরোপে রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। এটাই খরাপ্রবণ অঞ্চলে দাবানলের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।সংবাদসংস্থার তথ্য জানাচ্ছে অডের এই দাবানল ফ্রান্সে এই মরশুমের মধ্যে সবচেয়ে বড়।
এখানকার তীব্র বাতাস, শুষ্ক ভূমি ও চরম তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানাচ্ছে বাতাসের গতিবেগের কারণে খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে আগুন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়ে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। সবাইকে সরকারের পরামর্শমত নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছেন তিনি। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া বাইরু এই ঘটনাকে ‘অভূতপূর্ব মাত্রার বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।১৯৪৯ সালের পর একলপ্তে এত বড় দাবানল আর হয়নি বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো।
যা তথ্য আমনে এসেছে তাতে জানা গেছে বুধবার সন্ধ্যা নাগাদ একজনের মৃত্যু হয়েছে, ১৩ জন আহত হয়েছেন এবং তিনজন নিখোঁজ। আহতদের মধ্যে ১১ জনই আগুন নেভানোর কর্মী।ফরাসি সেনাবাহিনীও জরুরি ত্রাণের কাজে যোগ দিয়েছে। সাধারন মানুষকে বিপদ থেকে বাঁচাতে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।