কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর তাদের কর্মক্ষমতা বাড়াতে হুগলির বলাগড়ে নতুন প্রকল্প হাতে নিয়েছে। মার্চেন্ট অফ কামার্সের এক অনুষ্ঠানে শামাপ্রসাদ মুখার্জি বন্দরের চেয়ারম্যান রাথেন্দ্র রমন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই বন্দরের কার্গো পরিষেবার ক্ষমতা বার্ষিক ৮৭.৫ মিলিয়ন টন। নতুন করে এই বন্দরের ক্ষমতা আরও ৩০ মিলিয়ন টন বাড়ানো হচ্ছে। একই সঙ্গে বন্দরে বিভিন্ন ক্ষেত্রে নতুন ব্যবস্থাপনাও চালু করা হচ্ছে। রমন জানান, কলকাতা ও হলদিয়া বন্দরের প্রধান সমস্যা বায়ু প্রবাহ। তা ক্রমশ বাড়ছে। তিনি জানান, ইতিমধ্যেই ভাসমান ক্যারিয়ারের সাহায্যে সাগরদ্বীপের গভীর এলাকায় দাঁড়িয়ে থাকা জাহাজ থেকে মাল খালাস করার ব্যবস্থা করা হয়েছে। একসঙ্গে যাতে বেশি জাহাজ বন্দরে ঢুকে পড়তে না পারে তার জন্য বন্দর এলাকার বাইরে লকগেট বসানো হছে। বন্দরে থাকা জাহাজের মাল খালাস না হওয়া পর্যন্ত লকগেটের বাইরেই অপেক্ষা করবে নতুন আসা জাহাজ। মাল খালাস হয়ে জাহাজ ছেড়ে যাওয়ার পর ঢুকবে মালভর্তি নতুন জাহাজ।
রাত্রিকালীন সময়ে নেভিগেশনের ব্যবস্থাও চালু করা হচ্ছে। যাতে রাতে বন্দরে জাহাজ চলাচলে কোনও অসুবিধা না হয়।
Leave a comment
Leave a comment
