যত সময় গড়াচ্ছেস ততই বাড়ছে জগদীপ ধনখড়কে নিয়ে জটিলতা। স্বাস্থ্যগত কারণে ইস্তফা দিলেও তার কোনও খবর মিলছে না কেন তা জনতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর নিজস্ব এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই চিঠিটি পোস্ট করেছেন তিনি। উপরাষ্ট্রপতি পদ থেকে ধনখড় তাড়িঘড়ি ইস্তফা দেওয়ায় এবং তার পর থেকে তাঁকে জনসমক্ষে কম দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
গত ২১ জুলাই, ২০২৫ তারিখে জগদীপ ধনখড় স্বাস্থ্যগত কারণে ভারতের উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। তবে তাঁকে কোনও হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা তার কোনও খবর বা চিকিৎসার বিবরণ প্রকাশ্যে আসেনি। আর তারপর থেকেই তিনি জনসমক্ষেও অনুপস্থিত। পদাধিকারবলে তিনি রাজ্যসভার চেয়ারম্যানের পদে থাকাকালীন বিরোধী সাংসদেরা বার বার তাঁর বিরুদ্ধে নানা ইস্যুতে সরব হয়েছেন। তেমনটা হলেও আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফা এবং দ্রুততার সঙ্গে তা গৃহীত হয়ে যাওয়াকে অস্বাভাবিক বলেই মনে করছে বিরোধীরা।
এর আগেও শিবসেনার (উদ্ধব) রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত এর নেপথ্যে কোনও বড় রাজনীতি রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন। এবার সরাসরি অমিত শাহকে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে রাউতের প্রশ্ন, “উপরাষ্ট্রপতি মহোদয় কি সুস্থ? তিনি কেন সর্বসাধারণের দৃষ্টির আড়ালে?”
তিনি ধনখড়ের শেষ প্রকাশ্য উপস্থিতির তারিখ উল্লেখ করে বলেছেন, এরপর থেকেই তাঁর সম্পর্কে কোনও তথ্য সরকারিভাবে দেওয়া হয়নি। চিঠিতে রাউত কেন্দ্রীয় সরকারের কাছে স্বচ্ছতা ও ধনখড়ের স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়েছেন। এর আগে কংগ্রেস সাংসদ কপিল সিব্বলও ধনখড়ের অন্তরালে চলে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
Leave a comment
Leave a comment