বলিউডের জনপ্রিয় পরিচালক সুরজ বরজাতিয়া, যিনি দর্শককে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’ ও ‘প্রেম রতন ধন পায়ো’-র মতো আইকনিক পারিবারিক ড্রামা উপহার দিয়েছেন, শুরু করেছেন তাঁর নতুন ছবির কাজ। মুম্বই শহরেই শুটিং শুরু হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে, এই ছবির মুখ্য চরিত্রে থাকছেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ।
সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বরজাতিয়া নাম না করেই তাঁর নায়কের প্রশংসা করে বলেছেন, “তিনি অত্যন্ত নিবেদিতপ্রাণ ও দক্ষ অভিনেতা।” পরিচালকের মতে, কোনও সিনেমায় ক্ষেত্রে সঠিক গল্প ও সঠিক কাস্টিংই সবচেয়ে বড় বিষয়। “আমার কাছে ছবিটাকে বাস্তবসম্মত করে তোলা জরুরি। এমন অভিনেতা চাই, যাঁরা আমার তৈরি দুনিয়ার সঙ্গে মিশে যাবে। আর আমার সব ছবির মতো এই ছবিতেও নায়ক-নায়িকার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ চরিত্র থাকবে,” মন্তব্য করেছেন তিনি।
১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দিয়ে যাত্রা শুরু করা বরজাতিয়া স্বীকার করেছেন, শুটিংয়ের আগে আজও তাঁর মনে সেই প্রথম দিনের মতোই নার্ভাসনেস কাজ করে। “ওটা কখনও যায়নি। আমার কাছে বক্স অফিসের সংখ্যা নয়, মানুষের মনে ছবির ভাবনা আর দৃশ্যগুলো পৌঁছচ্ছে কি না, সেটাই আসল,” বলেন তিনি।
পরিচালকের কথায়, তাঁর সবচেয়ে বড় লক্ষ্য সিনেমার গল্পে বাস্তবতা বজায় রাখা। “ছবি বা শো—যেটাই হোক, দুনিয়াটা যেন সৎ মনে হয়, যেন নকল না লাগে। দর্শক যেন ভাবতে পারেন—‘এটা আমার বাড়ি, আমার পরিবার।’ এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ,” বলেন সুরজ বরজাতিয়া।
সিনে জগতে গুঞ্জন, আয়ুষ্মানকে হয়তো বরজাতিয়ার বিখ্যাত ‘প্রেম’ চরিত্রে দেখা যেতে পারে, যা একসময় সলমন খানের অভিনয়ে সুপারহিট হয়েছিল। যদিও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
অন্যদিকে শর্বরীর হাতও এখন কাজে ভরপুর। তিনি আলিয়া ভাটের সঙ্গে ‘আলফা’ ছবিতেও অভিনয় করছেন, যা ওয়াইআরএফ-এর স্পাই ইউনিভার্সের অংশ। সম্পর্কের গল্প, বড়সড় তারকাবহুল কাস্ট ও সুরজ বরজাতিয়ার সিগনেচার পারিবারিক আবহ—সব মিলিয়ে এই নতুন ছবি ইতিমধ্যেই বলিউডের অন্যতম আলোচিত প্রজেক্ট হয়ে উঠেছে।