কলকাতা পুরসভার সংযুক্ত এলাকায় নিকাশি, পানীয় জল সরবরাহ পরিকাঠামো তৈরি করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি) ও রাজ্য সরকারের সহায়তায় ২৮৫ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প হাতে নিল কলকাতা পুরসভা। সোমবার এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, পুরসভা এলাকার সার্বিক উন্নয়নে তারা ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে। তার ফলেই বর্তমানে ভারী বৃষ্টি হলেও দীর্ঘক্ষণ জল জমে থাকছে না মূল শহরে। তবে সংযুক্ত এলাকায় নিকাশি সমস্যা রয়ে গিয়েছে অনেক এলাকায়। নতুন এই প্রকল্পে চিহ্নিত সেই সব এলাকায় পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। নতুন এই পরিকল্পনায় বেহালা, ঠাকুরপুকুর, গড়িয়া, আলিপুরের কিছু অংশ এবং বাইপাস সংলগ্ন এলাকায় নতুন করে নিকাশি পরকাঠামো গড়ে তোলা হবে। পুরসভা সূত্রের খবর, ঋণ হিসাবে এডিবি দেবে মোট খরচের ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশ দেবে রাজ্য সরকার ও কলকাতা পুরসভা। ওই সূত্র জানিয়েছে, আগে এডিবির সহায়তায় শহরের পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের নাম ছিল কেইওআইপি। এবার নাম বদলে হল কেএমসিসার্প।