চলতি অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। জাতীয় দলের জার্সিতে ওটাই কি রোহিত – বিরাটের ক্যারিয়ারের সমাপ্তি।মানতে নারাজ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাঁর সাফ জবাব, ভাল খেললে ওদের খেলা চালিয়ে যাওয়া উচিত।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরপরই রোহিত শর্মা ও বিরাট কোহলি কে ঘিরে নানান খবর এখন সংবাদ মাধ্যমে। টেস্ট ও টি-২০ মতো এবার ওয়ানডেতেও ইতি পড়বে বলে অভিমত ক্রিকেট বোদ্ধাদের। একধাপ এগিয়ে কেউ কেউ বিসিসিআই সূত্র উল্লেখ করে বিস্ফোরক দাবিও করেছেন। লিখেছেন ২০২৭ সালের বিশ্বকাপের দলে রোহিত – বিরাটের কোনো জায়গা নেই।
মধ্যপন্থীদের আবার বক্তব্য, অস্ট্রেলিয়া সিরিজের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও ওডিআই টুর্নামেন্ট খেলতে হবে। বিজয় হাজারে ট্রফিতে নজর কাড়া পারফরম্যান্স ই পারে দুই মহারথীর জাতীয় দলে জায়গা পাকা করতে।
সংবাদ মাধ্যমের এমন জল্পনাকে বেশি গুরুত্ব দেননি ক্রিকেট প্রশাসকের ভূমিকায় ফের ফিরতে চলা বাংলার “মহারাজ”। ৫০ ওভারের ম্যাচে দুজনের দুর্দান্ত রেকর্ডের কথা স্মরণ করিয়েছেন। বলেছেন, “সাদা বলে ওরা দুজনেই অসাধারণ।”
অস্ট্রেলিয়ায় ভারতের ওডিআই সিরিজ শুরু হবে আগামী ১৯ অক্টোবর থেকে। সিরিজের ৩ টি ম্যাচ হবে যথাক্রমে পারথ, অ্যাডিলেড আর সিডনিতে। এই তিনটি ওডিআই ছাড়াও ডিসেম্বর মাসে দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ রয়েছে দুজনের কাছে। সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। রয়েছে ৩ টি ওডিআই।
২০২৬ সালেও রয়েছে ৫ টি দেশের সঙ্গে ভারতের ওডিআই সিরিজ। আইসিসির ক্রীড়সূচি খেলবে নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, এবং ফের নিউজিল্যান্ডের সঙ্গে।
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের জন্য
“মেন ইন ব্লু”র তরুণ ব্রিগেড কিন্তু তৈরি। তবে ছন্দে থাকলে দুই মহারথীকে বাদ দেওয়া মুশকিল। ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভও চান, অবসরের ভাবনা উড়িয়ে পারফর্ম করুক রোহিত -বিরাট।