ভারতের তারকা কমেডিয়ান কপিল শর্মার জীবন এখন চরম ঝুঁকির মধ্যে। ৭ আগস্ট কানাডায় কপিলের নতুন ক্যাফেতে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সদস্যরা গুলি চালানোর পর মুম্বই পুলিশ তাঁর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। শুধু কপিল নয়, তাঁর পরিবারের নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে। গত ১০ জুলাইও কপিনের ক্যাফেতে গুলি চলেছিল।
সংবাদ সংস্থা সূত্রে খবর, মুম্বই পুলিশের একটি দল সম্প্রতি ওশিওয়ারা এলাকায় কপিল শর্মার বাড়িতে গিয়ে তাঁর ঠিকানা যাচাই করেছে। পুলিশের এক শীর্ষ কর্তা সংবাদ সংস্থাকে জানান, এই পদক্ষেপ মূলত ঠিকানা নিশ্চিত করার জন্যই নেওয়া হয়েছিল।
প্রথম হামলার সময় ক্যাফের ভেতরে একাধিক কর্মী উপস্থিত ছিলেন। সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। তবে পরিস্থিতি গুরুত্ব সহকারে বিবেচনা করে মুম্বই পুলিশ কপিল শর্মার নিরাপত্তা বাড়িয়েছে। সূত্রের দাবি, এই হুমকি কেবল বিদেশে সীমাবদ্ধ নয়, ভারতে সম্ভাব্য হামলারও আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা সংস্থাগুলি ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
২০২৫ সালের ৪ জুলাই কানাডায় কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’র উদ্বোধন হয়। এরপর থেকেই খলিস্তানি জঙ্গিরা এটিকে নিশানা বানিয়েছে। হামলার পর কপিল ও তাঁর দল এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁরা ভয় পাননি, বরং সাহসের সঙ্গে এর মোকাবিলা করবেন। ঘটনার পর কানাডিয়ান পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়, যার জন্য কপিল শর্মা তাঁদের ধন্যবাদ জানান। চলতি মাসেই ফের হামলা হয় তাঁর ক্যাফেতে। লরেন্স বিষ্ণোই গ্যাং সেই হামলার দায় স্বীকার করে। অনেকের মতে, সলমন খানের সঙ্গে কপিলের সুসম্পর্কের কারণেই বারবার হামলার স্বীকার হচ্ছেন তিনি।
পেশাগত ক্ষেত্রে বর্তমানে তিনি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’-এর শুটিংয়ে ব্যস্ত। এছাড়া শীঘ্রই তাঁকে ‘কিস কিসকো পেয়ার করুঁ ২’ ছবিতেও দেখা যাবে।