গরিব মানুষের জন্য স্বপ্নের বাড়ি তৈরির উদ্যোগ কলকাতা পুরসভার। এবার থেকে হাফ কাঠা জমিতে মিলবে বাড়ি তৈরির অনুমোদন। তৈরি করা যাবে নিজের পছন্দমতো এক তলা থেকে তিন তলা ছোট্ট সাধের বাড়ি। এতদিন পর্যন্ত কলকাতা পুর এলাকায় এই ছোট বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমোদন দিতে পারত না কলকাতা পুরসভা। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই অনুমোদন দেওয়ার অনুমতি মিলল। এবার থেকে কলকাতা শহরে হাফ কাঠা জমিতে বাড়ি তৈরির অনুমোদন দিতে পারবে পুরসভা, সবুজ সঙ্কেত দিল রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এতদিন হাফ কাঠার কম বা ছোট আকারের জমিতে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া যেত না। নতুন নিয়মে হাফ কাঠা থেকে সর্বাধিক তিন কাঠা জমির ক্ষেত্রে বিশেষ বিল্ডিং রুলস প্রয়োগ করে অনুমোদন দেওয়া হবে। অনলাইনে আবেদন করলে ১৫ দিনের মধ্যে পুরসভাকে প্ল্যান অনুমোদন করতে হবে। গরিব ও নিম্ন আয়ের বাসিন্দারা যাতে নিজেদের জমিতে সাধের বাড়ি তৈরি করতে পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ফিরহাদ হাকিম।
এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু শূন্য পদেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক দফতরে ৬০০-র উপর শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য দফতরে সব থেকে বেশি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আইন, আবাসন দফতরেও নিয়োগ হবে। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের জন্য এবং সাধারণ মানুষকে আরও ভাল পরিষেবা দিতে মোবাইল মেডিক্যাল ইউনিট করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট করা হচ্ছে। অন্যদিকে, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দিকেও নজর দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ২১৩টি নতুন শয্যা তৈরি করা হবে। এছাড়া ৪৪টি ক্রিটিকাল কেয়ার বেড ও তিনটি অপারেশন থিয়েটার তৈরির সিদ্ধান্ত হয়েছে। এই পরিকাঠামো গড়ে তোলার জন্য ১২২টি নতুন শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। চিকিৎসক থেকে নার্স এবং অন্যান্য স্তরের বিভিন্ন কর্মী নিয়োগের জন্য এই নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।