পার্কিংয়ে থাকা একটি বিমানের উপর আছড়ে পড়ল আরেকটি বিমান। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ছোট বিমানটি আমেরিকার মন্টানা বিমানবন্দরে অবতরণ করছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনায় হতাহতের তেমন কোনও খবর নেই। কিন্তু সংঘর্ষের জেরে আগুন ধরে গিয়েছিল। দ্রুত সেই আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা ও পাইলট।
এক্স হ্যান্ডলে পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, আগুন জ্বলছে দাউ দাউ করে। গল গল করে বেরোচ্ছে ধোঁয়া। সিঙ্গল ইঞ্জিন সকোটা টিবিএম ৭০০ টার্বোপ্রপ বিমানটিতে চারজন ছিলেন। ক্যালিস্পেল সিটি এয়ারপোর্টে সোমবার দুপুর ২টো নাগাদ এটি অবতরণ করার চেষ্টা করছিল। সেই সময় এই ভয়াবহ ঘটনা। ক্যালিস্পেল পুলিশের অধিকর্তা জোর্ডান ভেনেজিও ও ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন গোটা বিষয়টি জানিয়েছে। ফক্স নিউজের প্রতিবেদন বলছে, মাটিতে একটি বিমান ছিল। অপর বিমানটি অবতরণ করার সময় সেটি দাঁড়িয়ে থাকা বিমানে গিয়ে ধাক্কা দেয়। এর জেরে আচমকাই আগুন ধরে যায়। পাশেই ঘাসে ঢাকা একটি জায়গা ছিল। সেখানেও আগুন লেগে যায়।
পুলিশ অধিকর্তা জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যে তথ্য মিলেছে তাতে জানা গিয়েছে দক্ষিণ দিক থেকে বিমানটি আসছিল। রানওয়ের একেবারে শেষ প্রান্তে ঘটনাটি ঘটে। দাঁড়িয়ে থাকা অপর বিমানের সঙ্গে সরাসরি সংঘর্ষ।
দাঁড়িয়ে থাকা বিমানে আগুন ধরে যায়। তবে পাইলট ও অন্য তিনজন বেরিয়ে আসতে পেরেছেন। দুজন যাত্রীর সামান্য আঘাত লেগেছিল। আহত হয়েছিলেন কিছুটা। তবে বিমানবন্দরেই তাঁদের প্রাথমিক চিকিত্সা করা হয়।
মন্টানা ছোট্ট শহর। মেরেকেটে ৩০ হাজার মতো বাসিন্দা থাকেন। কালিস্পেলের দক্ষিণ দিকে এই ছোট্ট বিমানবন্দর। এফএএ-এর তথ্য অনুসারে, বিমানটি তৈরি হয়েছিল ২০১১ সালে। এটার মালিক ওয়াশিংটনের মিটার স্কাই এলএলসি।
এভিয়েশন সেফটি কনসালট্যান্ট জেফ গুজেট্টি জানিয়েছেন, জেনারেল এভিয়েশনের ক্ষেত্রে দাঁড়িয়ে থাকা প্লেন ও নামছে এমন প্লেনের মধ্যে সংঘর্ষ বছরে সামান্য কয়েকটি হয়ে থাকে।
Leave a comment
Leave a comment