আধার কার্ড, প্যান কার্ড বা অন্য কোনও সচিত্র পরিচয়পত্র থাকলেই কোনও ব্যক্তি ভারতীয় নাগরিক হতে পারেন না। মঙ্গলবার এক মামলার শুনানিতে বলল বম্বে হাইকোর্ট। কিছুদিন আগে ভারতে ঢোকার অভিযোগে মুম্বই পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। জানা গিয়েছে, ওই ব্যক্তি বিভিন্ন নথিপত্র দেখিয়ে এদেশে এক দশকেরও বেশি সময় বসবাস করছিল। ওই সমস্ত পরিচয়পত্র দেখিয়ে ওই ব্যক্তি দাবি করে যে, সে ভারতের নাগরিক। কিন্তু বম্বে হাইকোর্ট এদিন তার আর্জি খারিজ করে দিয়েছে। বাতিল করে দিয়েছে তার জামিনের আবেদন।
বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্র পুলিশ আবদুল রউফ সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। ওই ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করে জামিনের আর্জি জানায়। নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে সে তার আধার ও প্যান কার্ডের মতো একাধিক নথি আদালতে পেশ করে।
মঙ্গলবার ওই মামলার শুনানি ছিল বম্বে হাইকোর্টের বিচারপতি অমিত বোরকরের বেঞ্চে। এদিনের শুনানিতে বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, আধার কার্ড, প্যান কার্ড বা ভোটের সচিত্র পরিচয়পত্র হল সরকারি পরিষেবা পাওয়ার একটা মাধ্যম। এগুলি কখনই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। বিচারপতি বোরকর আরও বলেন, ১৯৫৫ সালে সংসদে নাগরিকত্ব আইন পাশ হয়। সেখানেই নাগরিকত্ব অর্জনের স্থায়ী ও সম্পূর্ণ প্রক্রিয়া বিস্তারিত বলা আছে। ১৯৫৫ সালে পাশ হওয়া ওই আইনে স্পষ্ট বলা আছে, ভারতীয় নাগরিক কারা। কীভাবে নাগরিকত্ব অর্জন করা যায় সেকথাও পরিষ্কার করে বলা আছে। কীভাবে একজন নাগরিকত্ব হারাতে হতে পারে সেটাও বলা আছে ওই আইনে। তাই আধার, প্যান কার্ড কিম্বা সচিত্র ভোটার পরিচয়পত্র থাকলেই কেউ ভারতের নাগরিক হয়ে যায় না। ভারতীয় নাগরিক কারা সেটা ওই নাগরিকত্ব আইন মেনেই ঠিক হবে। ওই আইনে স্পষ্ট বলা আছে, কারা ভারতীয় নাগরিক আর কারা অনুপ্রবেশকারী। ওই আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার বিষয়টি জড়িত। মনে রাখতে হবে, সরকার যে সমস্ত সুযোগ-সুবিধা দিয়ে থাকে সেগুলো শুধুমাত্র দেশের নাগরিকদের জন্য। যারা এদেশের নাগরিক নয় তাদের এই সমস্ত সুযোগ-সুবিধা পাওয়ার কোনও অধিকার নেই।
এদিন আবদুল নামে ওই ব্যক্তির জামিনের বিরোধিতা করে পুলিশ বলে, ধৃত যে সমস্ত নথিপত্র প্রমাণ হিসেবে দিয়েছে সেগুলি যাচাই করে দেখা হচ্ছে। তদন্ত এখনও শেষ হয়নি। এই মুহূর্তে তাকে জামিন দেওয়া হলে সে পালিয়ে যেতে পারে। ওই ব্যক্তি যে শুধু ভুয়ো নথি তৈরি করে দিনের পর দিন ভারতে থেকেছে তা নয়, জাল তথ্য দিয়ে ভারতীয় নাগরিক হওয়ার চেষ্টা করছিল। তাই জামিনের আর্জি খারজ করা হোক। শেষ পর্যন্ত পুলিশের দাবি মেনেই আবদুল নামে ওই ব্যক্তির জামিনের খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট।
Leave a comment
Leave a comment