রজনীকান্তের নতুন ছবি ‘কুলি’ মুক্তি পাওয়ার আগেই শুরু হয়েছে তুমুল উন্মাদনা। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য টিকিট বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে। চেন্নাইয়ের এক জনপ্রিয় প্রেক্ষাগৃহে টিকিটের দাম ছুঁয়েছে ৪,৫০০ টাকা! পোল্লাচির এক হলে ৪০০ টাকায় কালোবাজারে বিক্রি হতে দেখা গেছে টিকিট, যা তামিলনাড়ু সরকারের নিয়মবিরুদ্ধ হলেও, অনেক সিঙ্গল-স্ক্রিন হল ও ফ্যান ক্লাব এই সুযোগে বাড়তি দামে বিক্রি করছে।
এক ভক্ত প্রভাকর জানান, জনপ্রিয় সব হলে টিকিটের দাম ৬০০ টাকা থেকে ১,০০০ টাকা, সর্বোচ্চ ৪,৫০০ টাকা পর্যন্ত। অনলাইনে প্রথম শো-এর টিকিট প্রায় সবই ব্লক বা সোল্ড আউট। ফলে কালোবাজার বা সরকারি নির্ধারিত দামে শো শেষ হওয়ার পরই টিকিট কেনা ছাড়া উপায় নেই।
তামিলনাড়ু ছাড়াও ছবিটি অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, কেরল ও কর্নাটকে মুক্তি পাচ্ছে। কেরল ও কর্নাটকে সকাল ৬টার শো রাখা হয়েছে, মুম্বইয়ে ভোর ৫টার শো এবং তামিলনাড়ুতে সকাল ৯টা থেকে শো শুরু হবে। বেঙ্গালুরুর সিঙ্গল-স্ক্রিন হলে টিকিটের দাম ২,০০০ টাকা পর্যন্ত উঠেছে।
তামিলনাড়ু সরকার আগে ভোররাতের শো (১টা, ৪টা, ৫টা) অনুমতি দিলেও ২০২৩ সালে ‘থুনিভু’ বনাম ‘বারিসু’ মুক্তির সময় এক ভক্তের মৃত্যুর ঘটনার পর এই অনুমতি বন্ধ করা হয়। ফলে এবার অনেক সিনেমা-ভক্ত পাশের রাজ্যে গিয়ে প্রথম শো দেখার পরিকল্পনা করছেন।
প্রেক্ষাগৃহের বাইরে চলছে তুমুল উদযাপন, আতশবাজি, নাচ। চিৎকার-উল্লাসে থিয়েটার যেন উৎসবমুখর।
বিশেষজ্ঞদের মতে, প্রথম দিনেই ‘কুলি’ সহজেই ১৫০ কোটির বেশি আয় করতে পারে। ৭৪ বছর বয়সেও রজনীকান্ত প্রমাণ করে দিচ্ছেন কেন তিনি ভক্তদের কাছে দেবতার সমান, তিনি সত্যিই ভারতীয় সিনেমার ‘সুপারস্টার’।