শুধু রাজধানী দিল্লির রাস্তাঘাটে নয়, সুপ্রিম কোর্টেও পথকুকুরদের সমস্যা ক্রমশ বাড়ছে। তাই পথকুকুরদের নিয়ন্ত্রণ করতে নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আদালত চত্বর এবং আশপাশে প্রতিদিন বহু কুকুর ঘোরাফেরা করছে। আদালতের সিঁড়িতে, এমনকী আদালত কক্ষেও ঢুকে পড়ছে কুকুর। আদালতের লিফটের মধ্যেও কুকুর শুয়ে থাকছে। মূলত খাবারের সন্ধানেই কুকুর ঢুকে পড়ছে আদালত চত্বরে। সুপ্রিম কোর্টে প্রতিদিন বহু মানুষ আসেন। খাবার খাওয়ার পর তাঁরা অনেকেই খাবারের অবশিষ্টাংশ আদালত চত্বরেই ফেলে দেন। সে কারণেই কুকুরের উপদ্রব বাড়ছে বলে মনে করে আদালত। তাই পথকুকুর নিয়ন্ত্রণ করতে আদালত তার নির্দেশে জানিয়েছে, সমস্ত অবশিষ্ট খাবার সঠিকভাবে ঢাকা দেওয়া ডাস্টবিনে ফেলতে হবে। কোনও অবস্থাতেই খোলা জায়গায় রাস্তার উপরে বা আদালত চত্বরে যত্রতত্র খাবার ফেলা যাবে না। খাবারের খোঁজে প্রাণীরা যাতে আদালতে না আসে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তবেই কমবে এই পথকুকুরের আতঙ্ক। আদালত চত্বরে প্রতিদিন আসা মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই নির্দেশিকা। নির্দেশিকা মেনে চলার জন্য সুপ্রিম কোর্ট দিল্লি পুরনিগমকে নির্দেশ দিয়েছে। আদালত আরও জানিয়েছে, নির্দিষ্ট জায়গা ছাড়া কেউ নিজেদের ইচ্ছামতো জায়গায় খাবারের অবশিষ্টাংশ ফেললে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্ট এক নির্দেশে দিল্লির রাস্তা থেকে সমস্ত পথকুকুরকে সরানোর কথা বলেছে। দিল্লি পুরনিগম জানিয়েছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত দিল্লিতে ৩৫,১৯১টি পশুর কামড়ের ঘটনা ঘটেছে। এই সময়ে দিল্লিতে ৪৯টি জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।
Leave a comment
Leave a comment