যাবতীয় জল্পনার অবসান। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি কলকাতা ময়দানের দুই প্রধান। যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী ১৭ আগস্ট, রবিবার সন্ধে ৭ টা থেকে শুরু হবে ডুরান্ড ডার্বি। মঙ্গলবার গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষ হতেই, শেষ আটের সূচি ঘোষণা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
এবারের ১৩৪ তম ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ এ থেকে ৩ ম্যাচের তিনটিতেই জিতে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, গ্রুপ বি থেকে মোহনবাগানও গ্রুপের ৩ ম্যাচ জিতে সরাসরি নকআউটে। গ্রুপ পর্বে কলকাতার দুই প্রধানের খেলা না হওয়ায়, ডুরান্ড কর্তৃপক্ষ কোয়ার্টার ফাইনালে ডার্বি ম্যাচ করতে চেয়ে ইঙ্গিত দিয়েছিল। সেটাই এদিন ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক শেষে চূড়ান্ত করা হয়েছে।
সূচি অনুযায়ী, ১৬ আগস্ট প্রথম কোয়ার্টার ফাইনালে, শিলং লাজংয়ের মুখোমুখি হবে ইন্ডিয়ান নেভি। দ্বিতীয় ম্যাচটি বোড়োল্যান্ড এবং নর্থ ইস্ট ইনসাইটেডের মধ্যে আগামী ১৬ আগস্ট। তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি জামশেদপুর এবং ডায়মন্ড হারবার। খেলা হবে ১৭ আগস্ট বিকেল চারটে থেকে। ওই দিনই সন্ধে ৭ টা থেকে চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। যবুভারতীতে সন্ধে ৭ টায় শুরু দুই প্রধানের টক্কর। অন্যদিকে ডায়মন্ড হারবারকে খেলতে হবে জামশেদপুরে গিয়ে জামশেদপুর এফসির বিরুদ্ধে।
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত করা নিয়ে জোর টানাপোড়েনও চলেছে এদিন। প্রাথমিক সূচিতে ছিল, ১৭ আগস্ট, রবিবার যুবভারতীতেতে ডায়মন্ড হারবারের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সেদিনই জামশেদপুর এফসির মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগানের। ম্যাচটা জামশেদপুরে বিকেল চারটে থেকে হওয়ার কথা ছিল। কিন্তু পরে বদলে যায় সেই প্রাথমিক সূচি।
শেষ আটেই দুই প্রধানকে খেলাতে শুরু থেকেই মরিয়া ছিল ডুরান্ড কমিটি। কিন্তু বেঁকে বসেছিল দুই প্রধান। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হতে চায়নি কোনপক্ষই। কিন্তু টুর্নামেন্ট কমিটি অনড় থাকায় তা আর বাস্তবায়িত হয়নি। কলকাতা লিগের ডার্বিতে ইস্টবেঙ্গল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান হারিয়েছে। তবে লিগের ম্যাচে কোনও দলই কিন্তু পূর্ণশক্তিতে নামেনি। আর সেই কারণেই সূচি চূড়ান্ত হতেই ডুরান্ডের ডার্বি ঘিরে শুরু হয়েছে উন্মাদনা।
