অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন একদিনের সিরিজেই কি শেষ বার দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে? ‘রো-কো’ জুটির ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। দুই মহারথী যদিও এখনও ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ খেলার আশায় বুক বাঁধছেন। কিন্তু একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজই ‘রো-কো’র শেষ আন্তর্জাতিক সফর হতে চলেছে। এই পরিস্থিতিতে নিজের ইউটিউব চ্যানেলে এসে কোনও রাখঢাক না করেই আকাশ চোপড়া জানিয়ে দিলেন, ভুল ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট-রোহিত।
ভারতের প্রাক্তন ওপেনার পাশাপাশি আরও জানান, তিনি মনে করেন না যে বিজয় হাজারে ট্রফির ঘরোয়া প্রতিযোগিতা দুই তারকা ক্রিকেটারের যোগ্যতার মাপকাঠি হতে পারে। আকাশ চোপড়া বলেন, “এই জুটি ভুল ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন। রোহিত শর্মা বিরাট কোহলি হঠাৎ করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা বলেছেন যে তাঁরা এখন শুধু ওয়ানডেই খেলবেন। এখানে আমার আপত্তি রয়েছে।” যোগ করেন, “টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন ফর্ম্যাট। সাদা বলের ক্রিকেট যে রকম একঘেয়ে, টেস্টের কিন্তু মোটেই তেমনটা নয়। টেস্ট সবচেয়ে কঠিন। অন্যদিকে ব্যাটারদের ক্ষেত্রে ওয়ানডে সবচেয়ে সহজ। তুলনামূলকভাবে কোনও চাপই থাকে না।”
এ দিকে আগামী আইপিএলের আগে টিম ইন্ডিয়ার মাত্র ৬ টি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে। ফলে আকাশ মনে করেন যে, নিজেদের মেলে ধরার জন্য পর্যাপ্ত সময় পাবেন না ‘রো-কো’। সে কারণেই তাঁর দাবি, দুই ক্রিকেটার যদি বিজয় হাজারে ট্রফি খেলে রানও করেন তা হলেও সেই পারফরম্যান্স বিচার্য হওয়া উচিত নয়। আকাশের কথায়, “যদি তুমি বছরে মাত্র ৬ টি ওয়ানডে খেল, তাহলে তোমার জন্য মাত্র ৬ দিন খেলার সময় আছে। তুমি কীভাবে অনুপ্রাণিত থাকবে? কীভাবে প্রস্তুতি নেবে? কীভাবে তুমি ফিট থাকবে এবং সেরা ফর্মে থাকবে? আমি এটাই ভাবছি। তোমার এটাই বলা উচিত ছিল যে, আমি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলব না। তবে আমি টেস্ট খেলব। বিবেচনা কর যে তুমি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছ। তুমি ২৫ দিন খেলবে। তারপর তুমি ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ পাবে।”
আকাশ আরও বলেন, “যদি তুমি টেস্ট খেল, আর তারই মধ্যে কোনওভাবে ফাঁক পেলে, তুমি তা হলে রঞ্জি ট্রফি খেলতে পার। কাউন্টি ক্রিকেট খেলতে পার। যদি তুমি দীর্ঘতম ফর্ম্যাট খেল, তাহলে তুমি খেলার মধ্যেই থাক। কিন্তু যখন তুমি টেস্ট ছেড়ে দাও, তখন স্পষ্টতই রঞ্জি ট্রফি খেলার প্রশ্ন ওঠে না। যখন কেউ টেস্ট থেকে অবসর নেয়, তখন আর রঞ্জি বা কাউন্টি খেলে কী লাভ?” এরপরই যোগ করেছেন, “রোহিত শর্মা এবং বিরাট কোহলির বিজয় হাজারে ট্রফি খেলতে হবে না। টুর্নামেন্টে তাঁদের পারফরম্যান্সের ভিত্তিতে তাদের নির্বাচিত করা হবে না। এই বিষয়ে সৎভাবে কথা বলা যাক। এটা সত্য নয়। যদি তাঁরা সীমিত ওভারের ক্রিকেট ছেড়ে শুধু টেস্ট খেলতেন, তাহলে বোর্ডের নজরে থাকা আরও সহজ হত।”