ফের জেলে যেতে হচ্ছে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারকে। জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন কুস্তিগীর সাগর ধনখড় হত্যা মামলায় মূল অভিযুক্ত টোকিও এবং লন্ডন অলিম্পিক্সে পদক জয়ী সুশীল কুমার। বুধবার দেশের শীর্ষ আদালত তাঁর দিল্লি হাইকোর্ট থেকে পাওয়া জামিন বাতিল করেছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ অভিযুক্ত সুশীল কুমারকে ১ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশও জারি করেছে।
জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন কুস্তিগির সাগর ধনখড় হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সুশীল কুমার। হত্যা মামলা কমবেশি সাড়ে ৩ বছর তিহার জেলে থাকতে হয়েছে দু’বারের অলিম্পিক্সে জোড়া পদকজয়ী কুস্তিগীরকে। দিল্লির নিম্ন আদালতে সুশীলের জামিনের আবেদন খারিজ হয়েছিল। পরে জামিন মেলে হাইকোর্টে। চলতি বছর ৪ মার্চ, ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সুশীল কুমারের জামিনের আবেদন মঞ্জুর করা হয়।
সম্পত্তি নিয়ে ঝামেলার জেরে ২০২১-এর ৪ মে দিল্লির ছত্রশল স্টেডিয়ামের পার্কিং লটে খুন হন তখনকার জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন কুস্তিগীর সাগর ধনখড়। সেই ঘটনায় সুশীল-সহ আরও দু’জনও ছিলেন মূল অভিযুক্ত। ঘটনার পর থেকেই অলিম্পিক্সে ব্রোঞ্জ এবং রুপো জয়ী কুস্তিগীর দিল্লি থেকে পালিয়ে যান। পঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার পর দিল্লি পুলিশ অভিযুক্তের নাগাল পায় ১৮ দিন পরে এবং গ্রেফতার করে আদালতে তোলে।
অলিম্পিক্সে জোড়া পদকজয়ী কুস্তিগীর সুশীল সহ ১৭ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় চার্জ গঠন করা হয়েছে। তার মধ্যে হত্যা, দাঙ্গা, ষড়যন্ত্র, অপহরণের মতো ধারাও রয়েছে। দিল্লি পুলিশ চার্জশিটে জানিয়েছে, সাগর খুনের মূল চক্রী সুশীল কুমারই। তিনি কুস্তিমহলে প্রভাব খাটিয়ে জুনিয়র কুস্তিগীর সাগরকে খুন করেছেন। যদিও সব অভিযোগই কিন্তু অস্বীকার করেছেন ২০০৯ সালে দেশের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার “খেল রত্ন” জয়ী সুশীল কুমার।
