সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) উচ্চমাধ্যমিক স্তরের (একাদশ ও দ্বাদশ শ্রেণি) লিগ্যাল স্টাডিজ বিষয়ের পাঠ্যক্রমে বড়সড় পরিবর্তন আনছে। এই পরিবর্তনের আওতায় সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আইন সংস্কার, যেমন তিন তালাক বাতিল, রাষ্ট্রদ্রোহ আইন রদ, সমকামিতাকে অপরাধমুক্ত করার আইন (ধারা ৩৭৭ রদ) এবং ভারতীয় দণ্ডবিধির নতুন সংস্করণ ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অন্তর্ভুক্ত হচ্ছে।
সিবিএসই-র কারিকুলাম কমিটি এই পরিবর্তনের অনুমোদন দিয়েছে এবং বোর্ডের গভর্নিং বডি ২০২৪ সালের জুন মাসে তা অনুমোদন করেছে।
শীঘ্রই ছাত্রছাত্রীরা ঔপনিবেশিক যুগের পুরোনো আইনকে বাতিল করে চালু হওয়া নতুন আইন নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। এর পাশাপাশি, আদালতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রায়, আধুনিক আইনি মতবাদ, এবং ন্যায়বিচার ব্যবস্থার বিবর্তন সম্পর্কেও বেশ কিছু অনুচ্ছেদ যুক্ত করা হচ্ছে পাঠ্যক্রমে।
সিবিএসসির এক আধিকারিক জানিয়েছেন, লিগ্যাল স্টাডিজের পাঠ্যপুস্তক সময়োপযোগী করে তোলার জন্য নতুন করে সংস্কার করা হচ্ছে। এতে অন্তর্ভুক্ত করা হচ্ছে :
•ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), এবং ভারতীয় সাক্ষ্য আইন (BSA)-এর মূল ধারাগুলি।
•যুগান্তকারী আইনি রায় এবং আধুনিক আইনি মতবাদ
•বিলুপ্ত বা অপ্রচলিত আইন,যেমন রাষ্ট্রদ্রোহ, তিন তালাক, ধারা ৩৭৭।
•একটি আধুনিক, আকর্ষণীয় শিক্ষণ পদ্ধতি যা জাতীয় শিক্ষানীতি(NEP) ২০২০-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ।
গত দুই বছরে ভারতে বহু আলোচিত আইন সংস্কার বাস্তবায়িত হয়। ইন্ডিয়ান পেনাল কোড(IPC), ক্রিমিনাল প্রসিডিওর কোড(CrPC) এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট(IEA)-র জায়গায় চালু হয় ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (BSA)।
এই পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ আইন রদ, তিন তালাক অপরাধ হিসেবে স্বীকৃতি, এবং ধারা ৩৭৭ বাতিল করা হয়। ধারা ৩৭৭ ছিল ১৮৬১ সালের ব্রিটিশ আইন, যা “প্রকৃতির বিরুদ্ধ যৌন আচরণ” অর্থাৎ সমকামীতাকে অপরাধ হিসেবে গণ্য করত।
সিবিএসই জানিয়েছে, এই নতুন পাঠ্যক্রম ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু করার লক্ষ্যে কাজ চলছে। এজন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে একটি কনটেন্ট ডেভেলপমেন্ট সংস্থাকে নিয়োগ করা হবে, যাতে সময়মতো আপডেটেড বই প্রস্তুত করা যায়।
২০১৩ সালে একাদশ শ্রেণিতে এবং ২০১৪ সালে দ্বাদশ শ্রেণিতে ‘লিগ্যাল স্টাডিজ’ বিষয়টি চালু হয়। বর্তমানে আইন, শাসন ও পাবলিক পলিসিতে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয়।
এই বিষয়ের শেষ বড় আপডেট হয়েছিল ২০২২-২৩ শিক্ষাবর্ষে, যেখানে অন্তর্ভুক্ত হয়েছিল:
•কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা প্রতিরোধ আইন
•তথ্যের অধিকার আইন
•ক্রেতা সুরক্ষা আইন,
•মেধাস্বত্ব আইন
