সদ্যই নাইট শিবির ছেড়ে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন বোলিং কোচ ভরত অরুণ। সেই সময়ই জানা গিয়েছিল যে আগামী ২০২৬ সালে এলএসজি’র বোলিং মেন্টর হিসেবে হয়ত দেখা যাবে না জাহির খানকে। অবশেষে সিলমোহর পড়তে চলেছে সেই খবরে। এক সর্বভারতীয় গণ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি থেকে জাহিরের বিদায় এখন স্রেফ সময়ের অপেক্ষা।
এই বছরই এক বছরের চুক্তিতে লখনউয়ের মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন জাহির। কিন্তু এক মরশুমেই তাঁর প্রতি ফ্র্যাঞ্চাইজির মোহভঙ্গ হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, এ বারের আইপিএলে মাত্র ৬ ম্যাচ জিততে পেরেছে লখনউ সুপার জায়ান্টস। তারা শেষ করে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে। এই পরিস্থিতিতে ভরত অরুণকে দলে শামিল করার পর জাহিরের সঙ্গে চুক্তি নবীকরণ করতে অনাগ্রহী এলএসজি।
বোলিং মেন্টর হিসেবে ভারতের বিশ্বজয়ী ক্রিকেটার জাহিরকে যে আর দেখা যাবে না সে ইঙ্গিত অবশ্য মিলেছিল আগেই। এ বারের মরশুমে বোলিং মেন্টর হিসেবে জাহির দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় এলএসজি কর্তৃপক্ষ চাইছে এমন একজনকে যাঁকে বাড়তি দায়িত্ব নিতে হবে। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস ছাড়াও দক্ষিণ আফ্রিকার ডারবান সুপার জায়ান্টস এবং ইংল্যান্ডের দল ম্যানচেস্টার অরিজিনালসের ভারও নিতে হবে তাঁকে।
এ দিকে জাহিরের বিরুদ্ধে অভিযোগ একাধিক। একে তো তিনি বোলিং মেন্টর হিসেবে ব্যর্থ। তার ওপর তাঁর সঙ্গে হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের মতবিরোধের কথাও শোনা গিয়েছিল। এমনকী ঋষভ পন্থের ব্যাটিং পজিশন নিয়েও নাকি দলের সঙ্গে মতবিরোধ হয় তাঁর। সেই কারণেও তাঁকে ছেঁটে ফেলা হচ্ছে বলে মনে করছে অনেকে। তবে এই মুহূর্তে বিলেতে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সেখানে ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় খেলছে তাঁর দল। তিনি দেশে ফেরার পর জাহিরকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।