অভিনেত্রী বিপাশা বসু ও ম্রুণাল ঠাকুরের মধ্যে বাক বিতণ্ডার ঝাঁজ ক্রমশ বাড়ছে। সম্প্রতি ম্রুণাল দাবি করেছিলেন তিনি নাকি বিপাশা বসুর চেয়ে অনেক সুন্দর। এখানেই থেমে থাকেননি ম্রুণাল। তিনি বিপাশাকে পুরুষালি বলেও কটাক্ষ করেছিলেন।
বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ম্রুণাল বিপাশা সম্পর্কে এ ধরনের বিরূপ মন্তব্য করেছিলেন। ম্রুণাল বলেছিলেন, তুমি কি এমন মেয়েকে বিয়ে করতে চাও যার মধ্যে পুরুষালি লক্ষ্মণ বেশি রয়েছে? তাহলে বিপাশাকে বিয়ে কর। বিপাশার থেকে আমি অনেক সুন্দর এবং সুস্থ।
ম্রুণালের ওই মন্তব্য নিয়ে আলোড়ন পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার। বিপাশা নিজে মুখ না খুললেও সঙ্গে সঙ্গে ম্রুণালকে পাল্টা জবাব দিয়েছেন বিপাশার ফ্যানরা। বিপাশার এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ম্রুণালকে বলে বলে গোল দেবেন বিপাশা। আপনি কিভাবে নিজের সঙ্গে বিপাশার তুলনা করলেন।
ম্রুণালের ওই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ওরহান অবাত্রামণি বা ওরি। ম্রুণালের ওই মন্তব্যের ভিডিও পোস্ট করে ওরি বলেছেন, সম্ভবত নেশাগ্রস্থ অবস্থায় এ ধরনের মন্তব্য করা হয়েছে। কোন সুস্থ মানুষ কখনও এ ধরনের মন্তব্য করতে পারে না।
অন্যদিকে বিপাশাও এবার মুখ খুলেছেন। সোশ্যাল মিডিয়ায় বিপাশা বলেছেন, আমি সুন্দরী মহিলাদের বলছি, আপনারাও এরকম শক্তিশালী পেশি তৈরি করুন। শক্তিশালী নারীরা একে অন্যের হাত ধরে উন্নতি করে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সুগঠিত পেশি থাকা উচিত। সব মহিলাকেই শক্তিশালী হতে হবে। প্রাচীনকালে মনে করা হত, পেশিবহুল মহিলা ভালো নয়। কিন্তু সেই দিন আজ অতীত। আজ প্রত্যেক মহিলাকেও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তবে বিপাশা তাঁর পোস্টে কোথাও ম্রুণালের নাম উল্লেখ করেননি। সবশেষে বিপাশা লিখেছেন, নিজেকে ভালবাসতে শিখুন।
Leave a comment
Leave a comment
