ফের আসন্ন অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা ‘গ্লোব ট্রটার’-এর শুটিং শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও মহেশ বাবু। বর্তমানে দু’জনেই হায়দরাবাদের বিশেষভাবে তৈরি সেটে অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে ব্যস্ত। ছবিটি পরিচালনা করছেন এস. এস. রাজামৌলি। এবার, জন্মদিনে কাজের মধ্যেই মহেশ বাবু।
গত ৯ অগস্ট ৫০ বছরে পা দিয়েছেন মহেশ বাবু। সাধারণত তিনি জন্মদিন বিদেশে উদযাপন করেন, কিন্তু এবার পরিকল্পনা বদলে হায়দরাবাদ শিডিউলের শুটিংয়েই অংশ নেন। সিনেমাটি গত বছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় এবং ২০২৫ সালের জানুয়ারিতে শুটিং শুরু হয়। মাঝেমধ্যে বিরতি দিয়ে চলা শুটিং প্রায় এক মাসের বিরতির পর এই সপ্তাহেই ফের শুরু হয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও বর্তমানে হায়দরাবাদে শুটিং করছেন। তিনি ইনস্টাগ্রামে সেটের বাইরের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সম্প্রতি নিজের মেয়ের সঙ্গে শুটিং সেটে খেলার মুহূর্তও পোস্ট করেছেন তিনি। প্রথমে ঠিক ছিল, সিনেমার ইউনিট কেনিয়ার ন্যাশনাল পার্কে শুটিং করবে। কিন্তু সেদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে পরিকল্পনা বদলানো হয়। বিকল্প হিসেবে তানজানিয়ার কথাও ভাবা হয়েছিল, তবে আপাতত সেটিও স্থগিত রাখা হয়েছে।
এর পরিবর্তে রাজামৌলি হায়দরাবাদেই ব্লু-স্ক্রিন প্রযুক্তি ব্যবহার করে আফ্রিকার প্রাকৃতিক দৃশ্য পুনর্নির্মাণ করছেন। যতটা সম্ভব এই প্রযুক্তিতে শুটিং করে পরে লাইভ লোকেশনে গিয়ে দৃশ্য ধারণ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
উন্নত প্রযুক্তি, বিশেষত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ভিএফএক্স, গল্প বলার ক্ষেত্রে চমক বাড়াতে রাজামৌলির নাম সবার আগে আসে। গ্লোবট্রটার’-এও তিনি উচ্চমানের ভিজ্যুয়াল ডিটেইল তৈরিতে মনোযোগ দিচ্ছেন। পরিচালক রাজামৌলি এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ‘গ্লোবট্রটার’ শুধু ওয়ার্কিং টাইটেল। চূড়ান্ত নাম ও প্রথম ঝলক নভেম্বর মাসে প্রকাশ করা হবে।