আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে তোলপাড় গোটা দেশ। পহেলগাঁও কাণ্ডের পরিপ্রেক্ষিতে নতুন করে ফের উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বীদের বয়কটের ডাক। অন্যদিকে আসন্ন প্রতিযোগিতায় আরও একটি বিষয়ে দ্বিধান্বিত ভারতীয় বোর্ড। তা হল, জশপ্রীত বুমরাহকে খেলানো। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে, ইংল্যান্ডে সদ্য সমাপ্ত ৫ টেস্টের সিরিজে মাত্র ৩ টি ম্যাচে খেলানো হয়েছিল বিশ্বের এক নম্বর বোলারকে। বাকি দুই টেস্টে বিশ্রাম দেওয়া হয় তাঁকে।
এশিয়া কাপেও মাথায় রাখা হচ্ছে সেই বিষয়টি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়া কাপের গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচেই দেখা যেতে পারে বুমরাহকে। যদিও প্রতিযোগিতায় অংশ নিতে তিনি পুরোপুরি প্রস্তুত। তবু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে বুমরাহকে শুধু প্রতিযোগিতার সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলানোর ইঙ্গিত দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে।
কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ বলতে ঠিক কী বোঝাতে চাইছে বিসিসিআই? আগামী ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই খেলবেন বুমরাহ? তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে বোর্ডের তরফে। এ ছাড়া প্রাথমিক গ্রুপ পর্বে বাকি দুই প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানের বিরুদ্ধে বিশ্বসেরা বোলারকে বিশ্রাম দেওয়া হবে বলে দাবি করা হয়েছে উক্ত সংবাদ মাধ্যমের রিপোর্টে।
রিপোর্টে আরও বলা হয়েছে, এ বারের এশিয়া কাপ যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে, তাই একজন বোলারকে ৪ ওভারের বেশি ধকল নিতে হবে না। আর সে কথা মাথায় রেখেই বুমরাহকে এশিয়া কাপের দলে রাখার ভাবনা চিন্তা চলছে। যদিও এও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, গ্রুপ পর্বে তিনি শুধু পাকিস্তানের বিরুদ্ধেই খেলবেন। এরপর ভারত যদি শেষ পর্যন্ত ফাইনালে ওঠে তখন আবার অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
এ দিকে এশিয়া কাপ শেষ হতেই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। শোনা যাচ্ছে, এই সিরিজের প্রথম টেস্টেও বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে। উল্লেখ্য, তিনি ছাড়াও এশিয়া কাপে ভারতীয় পেস অ্যাটাকে থাকতে চলেছেন অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। ফিরে আসছেন হার্দিক পাণ্ডিয়াও। তবে সদ্য হার্নিয়া অস্ত্রোপচার করানো অধিনায়ক সূর্য কুমার যাদব ফিরবেন কি না তা এখনও নিশ্চিত নয়। বোর্ড তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না বলেই জানা যাচ্ছে।