ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এস সি এবং মোহনবাগান এসজি। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধে ৭টা থেকে ম্যাচ। আর সেই ম্যাচের টিকিটের জন্য এখন ময়দানজুড়ে চলছে হাহাকার। অনলাইনের টিকিট মুহূর্তে ফুরিয়েছে। স্বভাবতই টিকিট না পাওয়া সমর্থকদের কাছে এখন ভরসা, অফলাইনের টিকিট।
আগামী ১৬ আগস্ট শনিবার ময়দানে দু প্রধানের ক্লাব তাঁবু থেকে মিলবে ডুরান্ড ডার্বির টিকিট। অনলাইনের মতো, অফলাইনেও একজন কিনতে পারবেন ২টি টিকিট। এদিকে অনলাইনের টিকিট দ্রুত ফুরিয়ে যাওয়া ঘিরে, ভুক্তভোগীরা কিন্তু কালোবাজারির আশঙ্কা প্রকাশ করেছেন। অতীতেও এমন ডার্বির ম্যাচ টিকিট চড়া দামে বিক্রি হয়েছে কালোবাজারে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বুক মাই শো-তে ডুরান্ড ডার্বির টিকিট বুক করার অপশন খুলেছিল। কিন্তু দেখা যায় অপশন খোলার কিছু পরেই সব টিকিটই সোল্ড আউট। অনলাইনে ডার্বির টিকিট যাঁরা যাঁরা বুক করতে পেরেছেন, তাঁরা বৃহস্পতি, শনি এবং রবিবার, ময়দানে মহমেডান স্পোর্টিং ক্লাবের তাঁবু থেকে বুকিং-এর প্রমাণ পেশ করে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট মিলবে বেলা ১১টা থেকে ৫টা পর্যন্ত।
ডুরান্ড ডার্বির টিকিট নিয়ে কাড়াকাড়ির মাঝেই যুযুধান দুই ক্লাবের দায়িত্বপ্রাপ্ত কর্তারা প্রাইস টিকিট চেয়ে সংগঠকদের কাছে বার্তা দিয়েছেন। তাঁদের জন্য আগাম বরাদ্দের টিকিট ছাড়াও প্রাইস টিকিট চাওয়ার কারণও জানানো হয়েছে। বলা হয়েছে, ক্লাবের প্রাক্তন ফুটবলার ও সম্মানীয় অতিথিদের চাহিদা পূরণ করবে ওই বাড়তি প্রাইস টিকিট। স্বভাবতই এর জেরে কমবে অফলাইনের টিকিট।