সেপ্টেম্বরে আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাতিলের দাবি উঠেছে দিকে দিকে। ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটার তো বটেই, এমনকি বিরোধীরাও এশিয়া কাপের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে খেলা প্রসঙ্গে তোপ দেগেছেন কেন্দ্রীয় সরকার এবং বিসিসিআইয়ের বিরুদ্ধে। এদিকে এই পরিস্থিতিতেই এক চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন ওয়াঘার ওপারের এক প্রাক্তনীও। এক ভয়ঙ্কর আশঙ্কা প্রকাশ করে তাঁর প্রার্থনা, ভারত যেন আসন্ন এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারই করে নেয়।
পহেলগাঁও কাণ্ডের পরিপ্রেক্ষিতে সদ্যই বিলেতে আয়োজিত হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছিলেন হরভজন সিং, শিখর ধাওয়ানরা। সেমিফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়ে যাওয়ায় প্রতিযোগিতা থেকে নামই তুলে নেয় ভারত। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলির প্রার্থনা, আসন্ন এশিয়া কাপেও ঠিক এমনটাই করা হোক বিসিসিআইয়ের তরফে। না হলে অশেষ দুর্ভোগ অপেক্ষা করে আছে পাকিস্তানের জন্য।
সম্প্রতি ত্রিনিদাদে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। ২৯৫ রান তাড়া করতে নেমে ২০২ রানে হেরেছে মহম্মদ রিজওয়ানের দল।
এরপরই ইউটিউব চ্যানেলে এসে ভারতের বিরুদ্ধে আসন্ন এশিয়া কাপের ম্যাচটি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিত আলি। তিনি বলেন, “আমি প্রার্থনা করছি, ভারত যেন এই ম্যাচ খেলতে আপত্তি জানায়। ঠিক যেমনটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে হয়েছিল। ওরা এমন খারাপভাবে পেটাবে, যা তোমরা ভাবতেও পারবে না।”
আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। বাসিত আলি মনে করেন, সেই ম্যাচে পরাজয়ের থেকে আফগানিস্তানের বিরুদ্ধে পরাজয় ভালো।
তাঁর কথায়, “আমরা যদি আফগানিস্তানের বিরুদ্ধে হারি তা হলে তা নিয়ে দেশের মানুষ খুব একটা মাথা ঘামাবে না। কিন্তু ভারতের বিরুদ্ধে হারলেই সবাই পাগল হয়ে যায়।” তাই বাসিত আলির প্রার্থনা, ম্যাচটিই যেন বাতিল হয়ে যাক। তাতে বড় লজ্জার হাত থেকে বাঁচবে পাকিস্তান।