রাশিয়া থেকে তেল কেনার খেসারত হিসেবে ভারতের উপর ৫০% শুল্ক চাপিয়ে বিশ্ববাজারে বড় ‘দাদাগিরি’ দেখানোর চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিল্লির উপর ট্যারিফ চাপিয়ে ট্রাম্পের যে এই ‘দেখো কেমন লাগে’ নীতি কোনও কাজেই আসবে না তা পরিষ্কার জানিয়ে দিল আমেরিকা থেকে কাজ করা আন্তর্জাতিক রেটিং সংস্থা এসঅ্যান্ডপি।
এই রেটিং সংস্থার ডিরেক্টর ইই ফার্ন ফুয়া বলেছেন যে আসলে ভারত খুব বেশি বাণিজ্য-নির্ভর অর্থনীতিই নয়। জিডিপির তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানির অনুপাত মাত্র প্রায় ২%। কাজেই তাতে বিপুল শুল্কের ধাক্কা ভারতীয় অর্থনীতিতে বড় কোনও প্রভাবই ফেলতে পারবে না।
ভারতের উপর চাপানো ২৫ শতাংশ মার্কিন শুল্ক ৭ অগস্ট থেকেই কার্যকর হয়েছে এবং বাকি ২৫ শতাংশ ২৮ অগস্ট থেকে কার্যকর হবে। বুধবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে রেটিংস নিয়ে এক ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসের ডিরেক্টর ইই ফার্ন ফুয়া বলেন, ভারত বাণিজ্য-নির্ভর অর্থনীতি নয়। তাঁর যুক্তি, প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রফতানির অনুপাত তার জিডিপির মাত্র প্রায় ২%। পাশাপাশি ইই ফার্ন আরও বলেন যে আমেরিকায় রফতানি করা প্রধান ক্ষেত্রগুলো—যেমন ফার্মাসিউটিক্যালস ও কনজিউমার ইলেকট্রনিক্স ইত্যাদি শুল্ক থেকে ছাড় পেয়েছে।
পাশাপাশি ইই ফার্নের ব্যখ্যা অনেক ব্যবসায়ী ভারতে বিনিয়োগ করছেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানির জন্য নয়। তারা ভারতের বিশাল দেশীয় বাজারটাও ধরতে চাইছেন।
অর্থাৎ শুনতে যত বড় আসলে সেই ধাক্কা ভারতকে দিতে পারেননি ট্রাম্প।
এসঅ্যান্ডপি-র সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে ভারতের জিডিপির বৃদ্ধি ৬.৫ শতাংশেই থাকবে, যা আগের অর্থবছরের সমান।
Leave a comment
Leave a comment