‘বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে!’ ছড়ার বাবুরাম কত সাপ ধরতেন জানা নেই, তবে ফ্লোরিডার এক মহিলা রীতিমতো পাইথন ধরে রেকর্ড গড়লেন। ফ্লোরিডার এই সাপ ধরার প্রতিযোগিতা দেখলে হয়তো চমকে যেতেন ছড়ার বাবুরামও!
পাইথন দূর করতে এবার অভিনব পদক্ষেপ ফ্লোরিডার। ১০ দিনে মোট ৬০টি পাইথন ধরে রেকর্ড গড়লেন ফ্লোরিডার এক মহিলা। তাঁর নাম টেইলর স্ট্যানবেরি। তাঁর এই অসামান্য কৃতিত্বের জন্য তিনি পেয়েছেন ১০,০০০ ডলারের বিশাল পুরস্কার। এই তথ্য নিশ্চিত করেছে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন।
স্ট্যানবেরি এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আমি পাইথন খুঁজেছি। এই কাজ ছিল ভীষন ক্লান্তিকর, তবে ফ্লোরিডার স্থানীয় প্রাণীগুলোকে রক্ষা করার জন্য এবং এই প্রতিযোগিতার প্রথম নারী আলটিমেট গ্র্যান্ড প্রাইজ বিজয়ীর খেতাব জেতার জন্য এটি সার্থক হয়েছে।”
২০২৫ সালের এই প্রতিযোগিতায় মোট ২৯৪টি আক্রমণকারী বার্মিজ পাইথন ধরা পড়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন প্রান্ত থেকে ৯০০-এরও বেশি অংশগ্রহণকারী দক্ষিণ ফ্লোরিডার জলাভূমিতে এই চ্যালেঞ্জে যোগ দেন। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের চেয়ারম্যান রডনি বারেত্তো বলেন,”২০২৫ সালের ফ্লোরিডা পাইথন চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন হয়েছে স্টাফদের কঠোর পরিশ্রম, আমাদের সহযোগীদের সহায়তা, গভর্নর রন ডেসান্টিসের নেতৃত্ব এবং প্রতিযোগীদের সক্রিয় অংশগ্রহণের কারণে।”
ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন আরও জানায়, স্ট্যানবেরি শুধু প্রথম মহিলা হিসেবে জয়লাভ করেছেন তাই নয়, বরং ২০১৩ সালে শুরু হওয়া প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক সাপ ধরার নতুন রেকর্ডও গড়েছেন। বর্তমানে তিনি রাজ্যের চুক্তিভিত্তিক ‘সাপ শিকারি’ হিসেবেও কাজ করেন।
নিজের অনুভূতি জানাতে গিয়ে স্ট্যানবেরি বলেন,”আমি এই খেতাবে সম্মানিত বোধ করছি। কারণ আমি প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করি এভারগ্লেডস এবং এর স্থানীয় প্রাণীদের রক্ষার জন্য। তবে আমি জানি, এখানে আরও অনেক দক্ষ শিকারি আছেন,যাদের মধ্যে অনেক অসাধারণ মহিলা শিকারিও রয়েছেন।”
প্রতিযোগিতায় অংশ নেওয়া নতুন ও পেশাদার সাপ শিকারিদের নিয়ম হলো ধরা পড়া প্রতিটি পাইথনকে ফাঁদে ফেলে সঠিক উপায়ে হত্যা করতে হবে। সাউথ ফ্লোরিডা ওয়াটার ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট–এর গভর্নিং বোর্ডের সদস্য অ্যালিগেটর রন, বার্গেরন বলেন,”বার্মিজ পাইথন দূর করে, প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে এবং স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ করতে গভর্নর রন ডেসান্টিসের নেতৃত্বে অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে ফ্লোরিডা। দীর্ঘজীবী হোক এভারগ্লেডস!”