ভারতের মহাকাশ ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে দেশে ফিরছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অক্সিয়ম-৪ মিশনের সফল যাত্রা শেষে তিনি আগামীকাল ভারতে পৌঁছবেন। সূত্রের খবর , সোমবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং মহাকাশযাত্রার অভিজ্ঞতা তুলে ধরবেন। এই অভিজ্ঞতা ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান ‘গগনযান প্রকল্পে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
দেশে ফেরার পথে বিমানে বসেই শুভাংশু শুক্লা সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, একদিকে সহযাত্রী বন্ধুদের ছেড়ে আসার কষ্ট, অন্যদিকে পরিবার, বন্ধু এবং দেশের মানুষের সঙ্গে দেখা করার আনন্দ, এই দুই অনুভূতি একসঙ্গে কাজ করছে। কমান্ডার পেগি হুইটসনের একটি উক্তিও তিনি উল্লেখ করেছেন, “স্পেসফ্লাইটে একমাত্র ধ্রুবক হল পরিবর্তন।”
শুভাংশু শুক্লার মতে, এই শিক্ষা শুধু মহাকাশ নয়, জীবনের ক্ষেত্রেও সমান প্রযোজ্য।
গত মাসে পৃথিবীতে ফিরে আসেন তিনি এবং প্রায় আঠারো দিন মহাকাশে অবস্থান করেন। সেই সময় তিনি ভারতের জন্য বিশেষভাবে তৈরি সাতটি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন, যেগুলির ফলাফল শিগগিরই বিজ্ঞানীদের হাতে পৌঁছবে। প্রধানমন্ত্রী আগেই তাঁকে নির্দেশ দিয়েছিলেন প্রশিক্ষণ থেকে মহাকাশযাত্রার প্রতিটি ধাপ নথিবদ্ধ করতে, যাতে ভবিষ্যতের জন্য ভারতের মানব মহাকাশ অভিযানের একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা তৈরি করা যায়।
ভারত গগনযান প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এর আগে কেবল রাশিয়া, আমেরিকা ও চিনই এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে। আগামী ২৩ অগস্ট জাতীয় মহাকাশ দিবসে শুভাংশু শুক্লা বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া গগনযান প্রকল্পের অন্য প্রশিক্ষিত নভোযাত্রী গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নায়ারও এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
গতকাল স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ভারত আগামী এক দশকের মধ্যে নিজস্ব ভারতীয় মহাকাশ স্টেশন তৈরি করবে এবং ২০৪০ সালের মধ্যে একজন ভারতীয়কে চাঁদে পাঠানোর পরিকল্পনা নিয়েছে। এই প্রেক্ষাপটে এখন ভারতের মহাকাশ অভিযানের পথপ্রদর্শক হিসেবে উঠে আসছেন শুভাংশু শুক্লা ও তাঁর সহযাত্রীরা।
