বিজয় রাজ অভিনীত উদয়পুর ফাইলস মুক্তি পেয়েছে ৮ আগস্ট ২০২৫-এ। কিন্তু ছবিটি বক্স অফিসে একেবারেই প্রভাব ফেলতে পারেনি। তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ছবির আয় মাত্র ১.৫৪ কোটি টাকা, ফলে সিনেমাটিকে সুপারফ্লপ ঘোষণা করা হয়েছে। শুক্রবার ছবির প্রযোজক অমিত জানি সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে বলেন, হিন্দু দর্শকরাই তাঁর ছবিকে সমর্থন করেননি। অথচ তাঁরা অনায়াসে সাইয়ারা, ওয়ার ২ এবং কুলি-র মতো ছবি দেখতে গিয়ে প্রচুর টাকা খরচ করছেন।
অমিত জানি লেখেন,“জিহাদে সনাতনের লড়াই ও কানহাইয়া লালজির ন্যায়ের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।” একটি ভিডিয়ো বার্তায় আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, শিগগিরই ছবিটি হল থেকে উঠিয়ে দেওয়া হবে। ব্যঙ্গ করে বলেন, “এটা মুসলিমদের জন্য সুখবর, কারণ আগামী দু’দিনের মধ্যেই সিনেমাটি হল থেকে বিদায় নেবে।”
তিনি আরও অভিযোগ করেন, হিন্দু দর্শকরা “মৃত ও ঘুমিয়ে পড়েছেন”, তাই কানহাইয়া লালের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি উপেক্ষিত হয়েছে। অমিত জানি দর্শকদের সমালোচনা করে বলেন, “সাইয়ারা”-র মতো তথাকথিত অশ্লীলতায় ভরা ছবিকে মানুষ সুপারহিট করে তুলছে। আবার হৃতিক রোশনের ওয়ার ২ কিংবা রজনীকান্তের কুলি দেখতে হলে দর্শকরা ভিড় করবে, কোটির পর কোটি টাকা আয় হবে। কিন্তু উদয়পুর ফাইলস-এর জন্য কারও সময় বা টাকা নেই।”
প্রযোজক দাবি করেন, ছবিটি ফ্লপ হওয়ায় তাঁর ১০-১২ কোটি টাকার ক্ষতি হবে। যদিও তিনি বলেন, “আমি ছবিটি বানিয়েছিলাম সত্য ঘটনা তুলে ধরার জন্য, কিন্তু দর্শকদের সমর্থন না পেয়ে আমি গভীরভাবে হতাশ।” বড় বাজেটের ছবি মুক্তি পাওয়ায় আগামী ক’দিনের মধ্যেই উদয়পুর ফাইলস দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।