এশিয়া কাপ ক্রিকেটের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রত্যাশা মতোই খারাপ ফর্মের জন্য দল থেকে ছেঁটে ফেলা হয়েছে দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম এবং উইকেট রক্ষক মহম্মদ রিজওয়ানকে। রিজওয়ানের শূন্যস্থান পূরণ করেছেন মহম্মদ হ্যারিস। এশিয়া কাপের আগে পাকিস্তানের এই দলই খেলবে ত্রিদেশীয় সিরিজ়ে। ওই প্রতিযোগিতার বাকি দু’দল হল আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহি।
এশিয়া কাপের দলে পাকিস্তানের দুই তারকা যে বাদ পড়তে চলেছেন, তার আভাস আগেই পাওয়ায় গিয়েছিল। সাম্প্রতিক টি-২০ ক্রিকেটে বাবর এবং রিজওয়ানের রানের গড় এবং স্ট্রাইক রেট সবচেয়ে খারাপ। ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছেও সিরিজ হারতে হয়েছে পাকিস্তানকে। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ছিলেন না।
বাবর আজম-রিজওয়ান বাদ পড়লেও দলে জায়গা পেয়েছেন দুই অভিজ্ঞ বোলার শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ। ফখর জামান, খুশদিল শাহের মতো ব্যাটারেরাও রয়েছেন ঘোষিত দলে। ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপ ক্রিকেটে দলের কোচ হিসাবে থাকবেন মাইক হেসন।
এশিয়া কাপে ক্রিকেট ভারতের গ্রুপেই রয়েছে পাকিস্তান। এ গ্রুপের বাকি দুই দল ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। ১২ সেপ্টেম্বর পাকিস্তানের প্রথম ম্যাচ ওমানের বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের ম্যাচ ভারতের বিরুদ্ধে। ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান।
পাকিস্তান দল: সলমন আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ়, হুসেইন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজ়াদা ফারহান, সাইম আয়ুব, সলমন মির্জ়া, শাহিন শাহ আফ্রিদি এবং সুফিয়ান মুকিম।
