শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলা থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিল সুপ্রিম কোর্ট। মেডিকেল গ্রাউন্ডে তার জামিন মঞ্জুর করলেন বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি এন কোটেশ্বরীর ডিভিশন বেঞ্চ। নিয়োগ দুর্নীতিতে আগে ইডির করা মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। সোমবার সিবিআই-এর মামলা থেকেও জামিন মঞ্জুর করা হল। তবে সিবিআইয়ের আরেকটি মামলায় তিনি গ্রেফতার থাকায় এই মুহূর্তে জেল থেকে ছাড়া পাচ্ছেন না পার্থ। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তিন বছরের বেশি সময় ধরে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।