এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষিত হতে চলেছে মঙ্গলবার। তবে তার আগেই জানা গিয়েছে, আসন্ন প্রতিযোগিতায় খেলতে পারেন জসপ্রীত বুমরাহ। আর এই খবর সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।
ক্রিকেট মহলের একাংশের দাবি, সংযুক্ত আরব আমিরশাহিতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে হতে চলা এশিয়া কাপ খেলার প্রয়োজন নেই বুমরাহ’র। তাঁর বরং টেস্টে আরও বেশি করে মনোনিবেশ করা উচিত।
সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে ৫ টেস্টের সিরিজে মাত্র ৩ টি টেস্ট খেলেছেন জসপ্রীত বুমরাহ। এই ৩ ম্যাচে ১৪ উইকেট নিলেও তাঁর বোলিং মোটেই তেমন একটা দাগ কাটতে পারেনি। বিশেষ করে, লিডসে এবং লর্ডসে ৫ উইকেট নেওয়া সত্ত্বেও হেরেছে দল। এর পাশাপাশি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বাকি ২ টেস্টে না খেলেও তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিশ্বের এক নম্বর বোলার।
বিশেষজ্ঞদের একাংশ বুমরাহ’র এই বেছে বেছে ম্যাচ খেলার বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি। বিশেষত ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজে ১-২ পিছিয়ে ছিল ভারত। এই সময় বুমরাহ বিশ্রাম নেওয়ায় তাঁকে সমালোচনায় ভরিয়ে দিয়েছেন ইরফান পাঠান, দিলীপ বেঙ্গসরকাররা। ফলে এ বার এশিয়া কাপে বুমরাহ’র উপলব্ধতা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
সত্যি কথা বলতে, এশিয়া কাপ যে পরিবেশে খেলা হবে তা মোটেই সিম বোলিংয়ের সহায়ক নয়। কাজেই, বুমরাহকে এশিয়া কাপ খেলালে ভুল করবে বিসিসিআই। এমনটাই মনে করছেন অনেকে।
সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলেছে এই বারের এশিয়া কাপ। যেখানে সদ্য এই বছরই বুমরাহকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। তাই এশিয়া কাপেও বুমরাহ যদি না থাকেন তা হলেও খুব একটা ক্ষতি হবে না বলে মনে করা হচ্ছে। এমনিতেই ভারতীয় দলে পেসারের অভাব নেই। এ বারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আন্তর্জাতিক ক্রিকেটের এই ক্ষুদ্রতম ফরম্যাটে অর্শদীপ সিং, হর্ষিত রানাদের পারফরম্যান্স যথেষ্টই ইতিবাচক। তাঁদের সঙ্গে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। যিনি এই বারের আইপিএলেই সবথেকে বেশি উইকেট নিয়ে জিতেছিলেন বেগুনি টুপি।
সব মিলিয়েই এশিয়া কাপে বুমরাহকে না খেলানোর পক্ষপাতি কেউ কেউ। বরং এমনটা মনে করা হচ্ছে, টি-টোয়েন্টিতে নতুন করে কিছু প্রমাণ করার নেই গত বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্টের। কিন্তু এশিয়া কাপ খেলতে গিয়ে যদি নতুন করে কোনও চোটের কবলে পড়েন তিনি তা হলে তা হবে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে তথা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার জন্য একটি বড় ধাক্কা।
সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরই দেখিয়ে দিয়েছে, বুমরাহর শরীর মোটেই বড় ধকল নেওয়ার জন্য প্রস্তুত নয়। এই পরিস্থিতিতে বোর্ডের কাছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আর্জি একটাই, তাড়াহুড়োতে বিশ্বসেরা বোলারকে নিয়ে বড় কোনও ভুল যেন না করে ফেলে রজার বিনির বোর্ড।