পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ছবির ঐতিহাসিক তথ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠতেই কলকাতায় ট্রেলার উদ্বোধন অনুষ্ঠানও বাতিল হয়ে যায়। আর সেই বিতর্ক থেকে একপ্রকার দূরত্ব তৈরি করলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাশ্বত জানিয়েছেন, “আমি শুধু একটা চরিত্র করেছি, যেটা আমার ভালো লেগেছে। ইতিহাস ঠিক-ভুল যাচাই করা আমার কাজ নয়। আমি তো ইতিহাসবিদ নই। যদি কারও মনে হয় ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে বা বাংলাকে হেয় করা হয়েছে, তাহলে আদালতে যাওয়া উচিত, শুধু হৈচৈ করে লাভ নেই।”
তিনি আরও বলেন, আজকাল অনেক সময় ছবির পুরো গল্প অভিনেতাদের জানানো হয় না, শুধু নিজের চরিত্র সম্পর্কেই ধারণা দেওয়া হয়। “আমাকে যখন চরিত্র সম্পর্কে বলা হয়েছিল, তখন ভিলেন চরিত্রটি দারুণ মনে হয়েছিল। এমন সুযোগ খুব কম অভিনেতা পান”।
শাশ্বত চট্টোপাধ্যায় আরও জানান, ছবির নাম পরিবর্তনের বিষয়টিও তাঁর অজানা ছিল। প্রথমে ছবির নাম ছিল ‘দিল্লি ফাইলস’, পরে তা বদলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাখা হয়। শাশ্বত বলেন, “শুটিংয়ের সময় আমি এই ব্যাপারে কিছু জানতাম না। কেন নাম বদলানো হয়েছে, সেটা ছবিটা না দেখা পর্যন্ত আমিও বুঝব না।”
অন্যদিকে, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দাবি, কলকাতায় ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে। তবে কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, অনুমতি ছাড়াই ট্রেলার প্রদর্শনের চেষ্টা হয়েছিল। এটা আইনভঙ্গের শামিল।
উল্লেখ্য, ‘দ্য বেঙ্গল ফাইলস’ হল বিবেক অগ্নিহোত্রীর ‘ফাইলস ট্রিলজি’র শেষ ছবি। এর আগে মুক্তি পেয়েছিল ‘দ্য তাশখন্দ ফাইলস’ (২০১৯) এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ (২০২২)। নতুন ছবিতে ১৯৪৬ সালের গ্রেট ক্যালকাটা কিলিংস-এর ঘটনাকে কেন্দ্র করে কাহিনি আবর্তিত হবে। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশী, সিমরত কৌর, শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস। আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৫ মুক্তি পাওয়ার কথা এই ছবির।
