কথায় বলে, কারও পৌষমাস তো কারও সর্বনাশ। দলীপ ট্রফি শুরুর ১০ দিন আগে পূর্বাঞ্চল দলেও দেখা গেল সেই ছবিটাই। আগামী ২৮ অগাস্ট থেকে শুরু হতে চলেছে ছয় দলীয় দলীপ ট্রফি। তার আগে চোটের কারণে ছিটকে গেলেন পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিশান। ফলে তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিতে চলেছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ।
ইংল্যান্ডের মাটিতে সদ্য সমাপ্ত ৫ টেস্টের সিরিজের দলে ছিলেন ঈশ্বরণ। টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা না পেলেও তাঁর অভিজ্ঞতা নেহাত কম নয়। রনজি ট্রফিতে বাংলাকে নেতৃত্ব দিয়েছেন তিনি। অন্যদিকে বেশ কিছু প্রতিযোগিতায় ভারতীয় ‘এ’ দলের অধিনায়কের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। আর এ বার আসন্ন দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের ব্যাটন সামলাতে হবে অভিমন্যু ঈশ্বরণকে।
প্রাথমিকভাবে পূর্বাঞ্চলের অধিনায়ক ঘোষণা করা হয়েছিল ঈশান কিশানকে। চোটের কারণে তিনি ছিটকে যেতেই কপাল খুলেছে বাংলার ক্রিকেটারের। এ দিকে ঝাড়খণ্ডের ঈশানের পরিবর্তে পূর্বাঞ্চলের দলে নেওয়া হয়েছে ওড়িশার উইকেটরক্ষক আশীর্বাদ সাঁইকে। ওড়িশা ক্রিকেট সংস্থার তরফেই আশীর্বাদের সুযোগ পাওয়ার খবরটি প্রকাশ্যে আনা হয়েছে।
তবে চোট পেয়ে ঈশানের ছিটকে যাওয়া অভিমন্যুর কেরিয়ারে টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। এরপরই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। এই সিরিজেও সুযোগ পেতে পারেন ঈশ্বরণ। তার আগে দলীপ ট্রফিতে যদি ভাল অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটহাতেও রান করতে পারেন সেক্ষেত্রে ক্যারিবিয়ান সিরিজে তাঁর প্রথম একাদশে ঢোকার দাবি আরও জোরালো হবে বলে মনে করা হচ্ছে।