ঐতিহাসিক সাফল্যের সাক্ষী হয়ে দেশে ফিরেছেন ভারতের গর্ব, গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে। মোদীজি উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান তাকে। সে সময় শুভ্রাংশু পরেছিলেন ইসরোর মহাকাশচারীর জ্যাকেট।
সাক্ষাৎকালে শুভ্রাংশু শুক্লা প্রধানমন্ত্রীকে উপহার দেন অক্সিয়ম-৪ মিশনের প্যাচ, পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা পৃথিবীর ছবিও দেখান। প্রধানমন্ত্রী মোদী পরে এক্স-এ পোস্ট করেন এবং লেখেন “ভারত তাঁর এই কৃতিত্বে গর্বিত।”
শুভ্রাংশু শুক্লা প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণ করলেন। তিনি ছিলেন অক্সিয়ম-৪ প্রাইভেট স্পেস মিশনের অংশীদার। এই মিশনটি গত ২৫ জুন ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ হয় এবং পরের দিন ২৬ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যায়। প্রায় ১৮ দিনের এই ভ্রমণ শেষে শুক্লা ১৫ জুলাই পৃথিবীতে ফিরে আসেন।
এই মিশনের সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভোসজ উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির টিবর কাপুর সঙ্গে মিলিতভাবে ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা এবং ২০টি আউটরিচ সেশন পরিচালনা করেন।
ভারতে ফেরার পথে এক আবেগঘন বার্তায় শুভ্রাংশু শুক্লা ইনস্টাগ্রামে লিখেছিলেন, “যখন বিমানে বসে দেশে ফেরার জন্য রওনা হলাম, তখন মন ভরে গেল নানা আবেগে। গত এক বছর ধরে যে অসাধারণ মানুষগুলো ছিল আমার বন্ধু ও পরিবার, তাঁদের ছেড়ে আসতে খারাপ লাগছে। আবার দেশের বন্ধু, পরিবার আর সবার সঙ্গে দেখা করার উচ্ছ্বাসও আছে। বোধহয় এটাই জীবন, সব একসঙ্গে অনুভব করা।”
তিনি আরও লিখেছেন, “এই মিশনে এবং মিশনের পরেও সবাই যেভাবে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, আমি অপেক্ষা করতে পারছি না আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করার জন্য। বিদায় নেওয়া কঠিন, কিন্তু জীবনে এগিয়ে চলতে হয়। যেমন আমার কমান্ডার পেগি হুইটসন বলেন, ‘স্পেসফ্লাইটে একটাই স্থির জিনিস আছে, তা হল পরিবর্তন।’ আমি মনে করি সেটা জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য।”