এশিয়া কাপের দল ঘোষণার মাঝেই আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে চাঞ্চল্যকর ইঙ্গিত দিলেন ভারতীয় দল থেকে ছাঁটাই হওয়া সহকারী কোচ অভিষেক নায়ার। মাত্র কিছুদিন আগেই কেকেআরের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর জায়গায় আগামী মরশুমে শাহরুখ খানের দলের দায়িত্ব কে নেন তা নিয়ে কৌতূহল রয়েছে সমর্থকদের মধ্যে। এ বার সেই ইঙ্গিতই দিয়েছেন নায়ার।
মঙ্গলবার ঘোষিত হয়েছে আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ জনের ভারতীয় দল। এই দল ঘোষণার আগে সম্প্রচারকারী চ্যানেলের উপস্থাপকের সঙ্গে আলোচনা করছিলেন অভিষেক নায়ার এবং আকাশ চোপড়া। তখনই কেকেআরের হেড কোচের পদ নিয়ে বড়সড় ইঙ্গিত দিয়ে রাখলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারী কোচ। যিনি দীর্ঘ একটা সময় নাইট শিবিরেও ব্যাটিং ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন।
কথা বলতে বলতে এ দিন নায়ার ইঙ্গিত দেন, আগামী মরশুমে কেকেআরের হয়ে সমস্ত সিদ্ধান্ত তাঁকে নিতে হবে। এর পরই শুরু হয়েছে জল্পনা। তা হলে চন্দ্রকান্ত পণ্ডিতের পর নায়ারই কি হতে চলেছেন নাইটদের পরবর্তী কোচ? কেউ কেউ যদিও বলছেন, হেড কোচ নয় বরং মেন্টর হতে পারেন নায়ার। তবে এ মুহূর্তে কেকেআরের মেন্টর পদে রয়েছেন ডোয়েইন ব্র্যাভো। তাই নায়ারকে হেড কোচ করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
সম্প্রতি কেকেআরের হেড কোচের পদ থেকে চন্দ্রকান্ত পণ্ডিত পদত্যাগ করার পাশাপাশি বিদায় নিয়েছেন বোলিং কোচ ভরত অরুণও। গত বছর কেকেআরকে আইপিএল জেতাতে মুখ্য ভূমিকা নিয়েছিল এই জুটি। তবে তাঁদের পরিবর্তে নায়ার সত্যিই আসবেন কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সম্প্রতি মহিলাদের আইপিএলে ইউপি ওয়ারিয়র্স দলের কোচ নিযুক্ত হয়েছেন নায়ার। তাই নাইট শিবির একই সঙ্গে দুটি দলের কোচ হিসেবে নায়ারের কথা ভাববে কি না থাকছে সেই প্রশ্নও।