চোলাই পাচারের অভিযোগে পাকড়াও যুবক। আবগারি দফতরের হাতে ধরা পড়েছিল ওই যুবক। এদিকে ওই যুবক আতঙ্কে চলন্ত গাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। আর তখনই গাড়ি থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে খবর। মৃত যুবকের নাম ডাক্তার সোরেন। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের লোয়াদা এলাকায়। এদিকে গোটা ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ ধরার পরে মারধর করা হয়েছিল। তার জেরেই ডাক্তার সোরেনের মৃত্যু। তবে আবগারি দফতর এই অভিযোগ অস্বীকার করেছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই গোটা বিষয়টি অনেকটা পরিস্কার হবে।
সূত্রের খবর, সোমবার ভোরে ওই যুবক গাড়ির টিউবে চোলাই ভরে বাইকে চাপিয়ে বাড়ি থেকে বের হয়েছিল বলে অভিযোগ। সে পূর্ব মেদিনীপুরের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। লোয়াদা ব্রিজ পার হওয়ার পরেই আবগারি দফতর তার বাইকে তল্লাশি চালায়। এরপরই তাকে গাড়িতে তোলা হয়েছিল।সূত্রের খবর সেই সময় চলন্ত গাড়ি থেকে লাফ দেয় ওই যুবক।
এরপর ওই যুবককে উদ্ধার করে প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। এদিকে কলকাতায় নিয়ে আসার পথে রাস্তাতেই মৃত্যু হয় ডাক্তারের। এদিকে অভিযোগ উঠেছে ধরা পড়ার পরে ডাক্তারকে মারধর করা হয়েছিল। তার জেরেই মৃত্যু হয়েছে তার। তবে এই অভিযোগ মানতে চায়নি আবগারি দফতর।
এদিকে ডাক্তার সোরেনের মৃত্যুর খবর এলাকায় আসতেই ক্ষোভে ফেটে পড়েন অনেকে।তাদের অভিযোগ পিটিয়ে হত্যা করা হয়েছে ডাক্তার সোরেনকে। ডেবরা বাজার সংলগ্ন ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a comment
Leave a comment