ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। গতবারের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে ১-০ গোলে হারাল শিলং লাজং এফসিকে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন নর্থ ইস্টের উইঙ্গার রিডিম তালং। ফাইনালে কাপ ধরে রাখার লড়াইতে, নর্থ ইস্ট ইউনাইটেডের প্রতিপক্ষ, ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার ম্যাচের জয়ী দল।
মঙ্গলবার শিলংয়ের ভরা জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই রিডিমের গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড। ম্যাচের ২৫ মিনিটে রিডিমের দূরপাল্লার জোরাল শট শিলং লাজং গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়িয়ে যায়।
পিছিয়ে পড়ে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় স্থানীয় দল শিলং লাজং। দর্শক সমর্থনে উজ্জীবিত ফুটবলও উপহার দেয় তাদের ফুটবলাররা। কিন্তু নর্থ ইস্টের শক্তিশালী ডিফেন্স সেভাবে ভাঙতে পারেনি লাজং-এর আক্রমণভাগ।
আক্রমণ-প্রতিআক্রমণে ভরা দ্বিতীয়ার্ধে গোল করার মতো সুযোগ তৈরি করেছিল দু-দলই। নর্থ ইস্টের মিডিও অ্যান্ডি রদ্রিগেজের শট সাইড পোস্টে লেগে ফেরত আসে। অন্যদিকে লাজং-এর ফ্রাংকি বুয়াম এবং ফিগো সিন্ডাই ম্যাচে সমতা ফেরানোর সুযোগ নষ্ট করেছেন।
ডুরান্ডের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচটি নজর কেড়ে নিয়েছে আরও একটি ঘটনায়। ম্যাচ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রেফারির কাফ মাসলে আচমকা টান ধরায় খেলা বন্ধ থাকে বেশ কিছু সময়। মাঠের মধ্যে প্রাথমিক শুশ্রুষায় তিনি ফিট হতে পারেননি। ফলে সহকারী রেফারি অবশিষ্ট সময়ে পরিচালনার দায়িত্বভার সামলেছেন। মিনিট ছয়েক বন্ধ থাকা ম্যাচটি শেষ করতে হয়েছে ইনজুরি টাইম দিয়ে।