ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত্যু হল ইরান থেকে বিতাড়িত হওয়া প্রায় ৭১ জন আফগান শরণার্থীর। বিতাড়িতদের নিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আগুন ধরে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে বলে জানা গেছে।
জীবনের বিপর্যয় বোধহয় এইভাবেই আসে।সম্প্রতি ইরান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বহু শরণার্থীকে। একেবারে আশ্রয়হীন জীবন। আর সেই জীবনগুলোও শেষ হয়ে গেল পথ দুর্ঘটনায়।
গত কয়েকমাসে বিপুল সংখ্যক আফগানকে ইরান থেকে জোর করে ফেরত পাঠানো হয়েছে। সোমবারই ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা করেছেন, আগামী মার্চ মাসের মধ্যে আরও ৮ লাখ আফগানকে দেশ ছাড়তে হবে।
প্রাদেশিক কর্মকর্তা মহম্মদ ইউসুফ সাঈদি মঙ্গলবার নিউজ এজেন্সিকে জানিয়েছেন যে বাসটি ইরান থেকে ফিরে আসা আফগানদের নিয়ে রাজধানী কাবুলের দিকে যাচ্ছিল।যাত্রীরা সবাই ইসলাম কালা সীমান্ত পেরিয়ে ইরান থেকে ফেরত এসেছিলেন। এদিকে হেরাত প্রদেশের পুলিশ মঙ্গলবার জানায়, অতিরিক্ত গতিবেগ ও অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের অধিকাংশই বাসের যাত্রী হলেও, ট্রাকে থাকা দুই ব্যক্তি এবং মোটরসাইকেলের দুই আরোহীও প্রাণ হারিয়েছেন।
তবে আফগানিস্তানে পথ দুর্ঘটনা প্রায় প্রতিদিনের ব্যাপার। দীর্ঘ যুদ্ধের কারণে রাস্তা সেই মান্ধাতার আমলের।এর পাশাপাশি হাইওয়েতে বেপরোয়া গাড়ি চালানো এবং পর্যাপ্ত বিধিনিষেধের অভাব বারবার দুর্ঘটনার অন্যতম কারণ। গত ডিসেম্বরেই আফগানিস্তানে দুটি বাস দুর্ঘটনায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছিল।