এশিয়া কাপের দলে চমক দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকার। সবথেকে বড় চমক হল, এক বছরের বেশি সময় টি-টোয়েন্টি দলে না থাকা শুভমন গিল আসন্ন এশিয়া কাপে সরাসরি সহ অধিনায়ক হয়ে গিয়েছেন। অথচ দলে ঠাঁই হয়নি যশস্বী জয়সওয়াল কিংবা এবারের আইপিএলে পাঞ্জাবকে ফাইনালে তোলা শ্রেয়স আইয়ারের। আইয়ারের না থাকা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারি কোচ অভিষেক নায়ার। আর এবার জয়সওয়ালের হয়ে সওয়াল করলেন দেশের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
গত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের ব্যাক আপ ওপেনার হিসেবে রাখা হয়েছিল যশস্বী জয়সওয়ালকে। কিন্তু এবার হঠাৎ করেই তাঁকে দেওয়ায় হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন অশ্বিন।
তাঁর মতে, এভাবে বাদ পড়ার পর জয়সওয়াল হয়তো নিজের কেরিয়ার নিয়ে আরও বেশি করে ভাবতে শুরু করবেন। তাতে হয়ত এবার থেকে ও যতটা না দলের জন্য তার থেকেও বেশি নিজের জন্য খেলতে শুরু করবে।
নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে অশ্বিন বলেন, “টেস্ট ক্রিকেটে জয়সওয়াল যখন সুযোগ পেয়েছিল, তখন তা দু’হাতে সে নিয়েছিল। সাম্প্রতিক অতীতে ভারতের হয়ে অভিষেক হওয়া সবচেয়ে সফল টেস্ট ব্যাটসম্যান ও। আপনি যে ফর্ম্যাটেই ওকে খেলার সুযোগ দেন না কেন, ও তাতেই অসাধারণ খেলেছে। আর এই পরিস্থিতিতে কেউ অসাধারণ খেলা ছাড়া আর কী করতে পারে? জয়সওয়াল অসাধারণ খেলেছে কিন্তু তারপরও সুযোগ হারিয়েছে।”
এরই সঙ্গে যোগ করেছেন, “এখন ওকে আবারও মাঠে ফিরতে হবে। কিন্তু আমি সত্যিই চাই যে ওকে সুযোগ দেওয়া হোক। আসল কথা হল, জয়সওয়াল কোনও সুযোগ হাতছাড়া করেননি। এমনকি ওঁর শুধু নেতৃত্বের ভূমিকাই বাকি ছিল। কিন্তু এখন আর কেবল অভিষেক শর্মার জায়গাটি বাকি আছে। যেখানে অভিষেক আর জয়সওয়ালকে একে অপরের সঙ্গে লড়াই করতে হবে।”
ভারতের প্রাক্তন স্পিনার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে জয়সওয়ালের অবিশ্বাস্য স্ট্রাইক-রেটের কথাও তুলে ধরেছেন। তাঁর কথায়, “এই ফরম্যাটেও ওর স্ট্রাইক রেট ১৬৫। জয়সওয়ালের মতো কাউকে খুঁজে পাওয়া খুব কঠিন যে নিজের জন্য খেলে না। আমি এমন অনেক ব্যাটসম্যান দেখেছি যারা নিজেরাই খেলে না। এমনকি শ্রেয়সও এই ধরণের ব্যাটার। ওরা নিজের জন্য খেলে না। বল তো মারতে থাকে। এই ধরনের ব্র্যান্ড খেলোয়াড়দের টিম ইন্ডিয়ায় জায়গা করে নিতে বেশ সময় লেগেছে।”