রণক্ষেত্রে ধর্মতলা। আইএসএফ ও পুলিশের মধ্যে কার্য খণ্ডযুদ্ধ।নওশাদের অভিযোগ পুলিশ তাঁর বুকে ঘুসি মেরেছে।
বুধবার ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল আইএসএফ। যে কোনও সময় বাংলায় চালু হতে পারে বিশেষ নিবিড় সংশোধনী বা আইএসআর। এমনটাই আশঙ্কা করছে আইএসএফ। এই উদ্যোগের বিরোধিতায় আইএসএফ। সেই সঙ্গেই ওয়াকফ আইন বাতিলের দাবিতে সরব আইএসএফ। সেকারণেই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল আইএসএফ।ধর্নামঞ্চ তৈরিরও চেষ্টা করে। পুলিশ তাতে বাধা দেয়। আর সেখানেই তুমুল ঝামেলা।
পুলিশের কাছে অনুমতি না নিয়েই আইএসএফ এই ধরনের কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছিল বলে অভিযোগ। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে এলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে আইএসএফের কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। একেবারে তুলকালাম পরিস্থিতি। রাস্তায় বসে পড়েন আইএসএফ কর্মীরা।রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন নওশাদ। সূত্রের খবর পুলিশ নওশাদকে আটক করেছে।
পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আইএসএফ বিধায়ক নওশাদ। তিনি বলেন, ‘পুলিশের লোক নাকি তৃণমূলের লোক বুঝতে পারছি না। বুকে আমায় ঘুসি মেরেছে।শান্তিপূর্ণ মিছিল করছিলাম। সেই সময় আমাকে পুলিশ ঘুসি মেরেছে।‘ তবে ঘুষি মারার অভিযোগ প্রাথমিকভাবে মানতে চায়নি পুলিশ।গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a comment
Leave a comment