সুপারস্টার রজনীকান্তের “কুলি” মুক্তির এক সপ্তাহে দেশের বক্স অফিসে আয় করল মোট ২২২.৫ কোটি টাকা। স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ ১৪ আগস্ট মুক্তির দিনেই ছবিটি তুলেছিল ৬৫ কোটি টাকা, যার মধ্যে শুধু তামিল সংস্করণ থেকেই এসেছে ৪৪.৫ কোটি। দ্বিতীয় দিনে আয় ছিল ৫৪.৭৫ কোটি এবং শনিবার ছবিটি আয় করে ৩৯.৫ কোটি। তবে সপ্তাহের শেষে আয়ের গতি কিছুটা কমেছে। মঙ্গলবারের ৯.৫ কোটির তুলনায় বুধবারে ছবিটি মাত্র ৬.৫ কোটি আয় করেছে।
প্রথম দিনের পর থেকেই তামিল বাজারে আয় কমে যায় এবং হিন্দি সংস্করণ থেকেও আশানুরূপ সাফল্য মেলেনি। যদিও “কুলি” রজনীকান্তের কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনার। তবে তামিল সিনেমার সর্বোচ্চ ওপেনারের রেকর্ড এখনও বিজয় অভিনীত লোকেশ কানাগারাজের লিও-এর কাছেই রয়েছে, যার প্রথম দিনের আয় ছিল ৬৬ কোটি।
লোকেশ কানাগারাজ পরিচালিত এই ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন নাগার্জুনা, শ্রুতি হাসান, উপেন্দ্র, সৌবিন শাহির ও সত্যরাজ। বিশেষ চরিত্রে আমির খান। ছবিটি প্রযোজনা করেছে কালানিধি মারানের সান পিকচার্স।
“কুলি” মূলত রজনীকান্তকেন্দ্রিক ছবি, অন্য চরিত্ররা গৌণ হয়ে গেছে। বর্তমানে কুলি প্রতিদ্বন্দ্বিতা করছে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার ২-এর সঙ্গে, তবে দুই বড় বাজেটের ছবিই প্রথম সপ্তাহে প্রত্যাশিত সাফল্য দেখাতে পারেনি।