দূরপাল্লার ফ্লাইটে আরও আরামদায়ক ভ্রমণের সুযোগ আসছে যাত্রীদের জন্য। এমিরেটস এবং থাই ভিয়েটজেট সম্প্রতি তাদের দুবাই ও ব্যাঙ্গকক ফ্লাইটে চার-স্তরীয় এবং তিন-স্তরীয় কেবিন কনফিগারেশন ঘোষণা করার কয়েক দিনের মধ্যে, দেশীয় ক্যারিয়ার ইন্ডিগো এয়ারলাইনস ঘোষণা করেছে দুই-স্তরীয় কেবিন কনফিগারেশনের। কলকাতা থেকে দিল্লি ও মুম্বইয়ের ফ্লাইটগুলিতে মিলবে এই সুবিধা।
বর্তমানে এয়ার ইন্ডিয়া তাদের ফ্লাইটে বিজনেস ক্লাস সুবিধা দেয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সীমিত ফ্লাইটে চেন্নাই, বেঙ্গালুরু এবং জয়পুরে বিজনেস ক্লাস প্রদান করে। কলকাতার ট্র্যাভেল এজেন্টদের মতে, ১২ সেপ্টেম্বর থেকে কলকাতা-দিল্লি ১১টি ফ্লাইট এবং ১৬ সেপ্টেম্বর থেকে কলকাতা-মুম্বই ৩টি ফ্লাইটে বিজনেস ক্লাস চালুর খবর যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
একজিকিউটিভ, ব্যবসায়ী ও ব্যবসায়িক ট্রেডাররা যারা ইন্ডিগো ফ্লাইটে বেশি যাতায়াত করেন এবং সুবিধার জন্য বেশি খরচ করতে ইচ্ছুক, তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ট্র্যাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় নির্বাহী কমিটির সদস্য অনিল পাঞ্জাবী বলেন, “জেট এয়ারওয়েজ বিজনেস ক্লাসে চালু করেছিল। কিংফিশারও ভালো প্রোডাক্ট ছিল। এই দুই কোম্পানি বন্ধ হওয়ার পরে ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার মাধ্যমে বিজনেস ক্লাস মিলত। কিন্তু সীমিত ফ্লাইটের কারণে যাত্রীদের সময় ও সুবিধা নিয়ে মানিয়ে নিতে হতো। এবার যাত্রায় বড় পরিবর্তন আনবে ইন্ডিগোর বিজনেস ক্লাস।”
স্পাইসজেটের স্পাইসম্যাক্স বেশি লেগরুম এবং প্রায়োরিটি চেক-ইন দেয়। যদিও এটি মূলত প্রিমিয়াম ইকোনমি ক্লাসের সুবিধা। কলকাতা থেকে দিল্লি যাওয়া ইন্ডিগোর ১১টি দৈনিক ফ্লাইটে ইন্ডিগো স্ট্রেচ সুবিধা থাকবে, যেখানে মিলবে খাবার ও পানীয়, বেশি ব্যাগেজ আলাউন্স এবং প্রায়োরিটি চেক-ইন। তবে বিজনেস ক্লাস এই ফ্লাইটের মধ্যে কেবল ৮টির মধ্যে ৩টিতে প্রযোজ্য হবে। কর্মকর্তাদের মতে, ” আরও বেশি ডবল-সীট কনফিগারেশনের বিমান আসবে, মুম্বই ফ্লাইটেও বিজনেস ক্লাসের সংখ্যা বাড়বে।” স্ট্রেচ ছাড়াও স্ট্রেচ প্লাস সুবিধা থাকবে। তখন আরও বেশি ব্যাগেজ আলাউন্স এবং কম ক্যানসেলেশন ফি দেওয়া হবে।
ট্র্যাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পূর্ব অঞ্চলের চেয়ারম্যান অঞ্জনি ধানুকা বলেন, “এয়ার ইন্ডিয়ার কলকাতা ফ্লাইটের বিজনেস ক্লাসের গড় অ্যালোকেশন ৬৫-৭০ শতাংশ, কখনও কখনও দিল্লি ও মুম্বাই ফ্লাইট সম্পূর্ণ ভরতি হয়। বর্তমানে যারা ইন্ডিগোতে বেশি লেগরুম চাইতেন, তারা প্রথম সারি বা ইমার্জেন্সি সীটের জন্য অতিরিক্ত খরচ করতেন। দিল্লি বা মুম্বাইয়ের যাত্রীরা এবার বিজনেস ক্লাসে আসবেন। কলকাতা-বেঙ্গালুরু সেক্টরেও চাহিদা ভালো, সেখানে ইন্ডিগোর ১০টি দৈনিক ফ্লাইট রয়েছে। এভাবে ইন্ডিগো যাত্রীদের জন্য বিজনেস ক্লাস সুবিধা চালু করার মাধ্যমে আরাম ও সুবিধার একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে।