দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার ২৪ ঘণ্টার মধ্যেই রদবদল দিল্লি পুলিসে। সরানো হল পুলিস কমিশনার এস বি সিংকে। দিল্লি পুলিসের নতুন কমিশনার হলেন সতীশ গোলচা। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় গোলচাকে কমিশনার পদে নিয়োগের কথা জানানো হয়েছে।
বুধবার নিজের বাসভবনেই আক্রান্ত হন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। গুজরাতের রাজকোটের বাসিন্দা রাজেশভাই খিমজি নামে এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর উপর চড়াও হয়েছিলেন। অটোচালক রাজেশকে গ্রেফতার করা হলেও প্রশ্ন উঠেছে, খোদ মুখ্যমন্ত্রী যেখানে আক্রান্ত হচ্ছেন সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রক তাই তড়িঘড়ি দিল্লির পুলিস কমিশনারকে বদল করল বলে মনে করা হচ্ছে। দিল্লির নতুন কমিশনার হলেন সতীশ গোলচা।
২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গা কড়া হাতে সামলেছিলেন তিনি। তাঁর দক্ষতাতেই দ্রুত দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ২০২২-এর ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত অরুণাচল প্রদেশের ডেপুটি জেনারেল অফ পুলিসের দায়িত্বে ছিলেন গোলচা। এরপর তাঁকে আবার দিল্লিতে ফেরানো হয়। কারা বিভাগের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হয়েছিল তাঁকে।
মুখ্যমন্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগে ধৃত রাজেশকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। পুলিশকে অভিযুক্ত জানান, দিল্লির রাস্তা থেকে কুকুর সরানো নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সে বিষয়ে কথা বলার জন্যই তিনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। পুলিস রাজেশের ওই দাবির সত্যতা যাচাই করে দেখছে। রাজেশ দিল্লিতে যেসব জায়গায় গিয়েছিল সেখানেও খোঁজখবর নিচ্ছে পুলিস। পাশাপাশি রাজকোট পুলিসের সঙ্গেও যোগাযোগ রাখছে দিল্লি পুলিস।
