বলিউডের জনপ্রিয় তারকা জুটি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন দুজনে। বিয়ের দুই বছর পর দাম্পত্য জীবনে নতুন অতিথি এসেছে। তবে এখনও পর্যন্ত নবজাতকের নাম বা মুখ প্রকাশ করেননি তাঁরা।
এই সময়ে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে কিয়ারার একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে তিনি জানিয়েছিলেন, নিজের মেয়ের নাম তিনি রাখতে চেয়েছিলেন “কিয়ারা”। আসলে, এই নামের অনুপ্রেরণা এসেছিল প্রিয়াঙ্কা চোপড়ার ‘অঞ্জানা অঞ্জানি’ ছবির চরিত্র থেকে। ছবিতে প্রিয়াঙ্কা নিজেকে পরিচয় দেন, “হাই, আই’ম কিয়ারা।” সেই সময় কিয়ারার মনে হয়েছিল,“কি সুন্দর নাম! যদি কোনওদিন আমার মেয়ে হয়, তার নাম কিয়ারা রাখব।”
কিন্তু পরবর্তীতে তিনি নিজেই নামটি নিজের জন্য বেছে নেন। আসল নাম আলিয়া আডবাণী হলেও, ২০১৪ সালে অভিনয় জীবনে প্রবেশের সময় নাম পরিবর্তন করেন। কারণ, ইতিমধ্যেই বলিউডে ছিলেন আরেক জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট। কিয়ারার মতে, দর্শকদের বিভ্রান্তি এড়াতেই এই সিদ্ধান্ত।
তিনি বলেছিলেন,“আমার নাম ২০১৪ সাল থেকেই কিয়ারা। আমি চাইনি দর্শকরা বিভ্রান্ত হোন।
আলিয়া ভাট ইতিমধ্যেই সুপারস্টার, তাহলে দু’জন আলিয়া কেন থাকবে? নিজের পরিচয় তৈরি করা দরকার ছিল।”
শুধু তাই নয়, মা হওয়ার আগে থেকেই কিয়ারা নিজের সন্তানের কথা নিয়ে কথা বলতেন। ‘গুড নিউজ’ ছবির প্রচারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি চান তাঁর সন্তান কারিনা কাপুরের কোনও গুণ পাক? জবাবে কিয়ারা বলেছিলেন, “তাঁর আত্মবিশ্বাস, অভিব্যক্তি, তাঁর আভা… সব গুণই চাই। কারিনা কাপুর সত্যিই ১০ এর মধ্যে ১০।”
উল্লেখ্য, কিয়ারা ও সিদ্ধার্থের প্রেমকাহিনিও বেশ আলোচিত। একটি আফটারপার্টিতে প্রথম তাদের দেখা হয়েছিল। দ্রুত একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হলেও, তাঁরা সম্পর্ককে অনেকদিন আড়ালে রেখেছিলেন। অবশেষে ২০২৩ সালে তাঁদের বিয়ে হয় এবং ২০২৫ সালের জুলাই মাসে কন্যাসন্তানের জন্ম হয়।