ডুরান্ড কাপ ফুটবলে স্বপ্নের দৌড় কি শনিবার হোঁচট খাবে? নাকি অভিষেকেই ট্রফি জিতে ফুটবল ইতিহাসে জায়গা করে নেবে? ১৩৪ তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনাল ঘিরে দোলাচলে ডায়মন্ড হারবার এফসি। আই লিগ টু চ্যাম্পিয়ন কলকাতার ক্লাব দলটির প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড ফাইনাল শুরু বিকেল সাড়ে পাঁচটা থেকে।
কমবেশি বছর চারেক আগে তাদের ফুটবল অভিযান শুরু করেছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি। তার মধ্যেই আইএফএ-র প্রিমিয়ার ডিভিশনে ওঠার পাশাপাশি আই লিগ টু চ্যাম্পিয়ন হওয়া। বাংলা তথা ভারতীয় ফুটবলে তাদের সেই স্বপ্নের দৌড় ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফাইনালে ওঠা। প্রথমবার অংশ নিয়েই সোজা টুর্নামেন্টের ফাইনালে।
ডুরান্ড ফুটবলে এবার আইএসএল খেলা তিন তিনটি ক্লাব দলকে পর্যুদস্ত করে ডায়মন্ড হারবার এফসি উঠে এসেছে খেতাব জয়ের দৌড়ে। গ্রুপ পর্বে তারা হারিয়েছে মহমেডান স্পোর্টিংকে। কোয়ার্টার ফাইনালে হারায় জামশেদপুর এফ সি। ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে জয় সেমিফাইনালে। হোঁচট খেয়েছে শুধু মোহনবাগান ম্যাচে। গ্রুপের সেই ম্যাচে বড় ব্যাবধানে হেরেছে কিবু ভিকুনার দল। তবে একই সঙ্গে দেখিয়েছে, ফুটবলাররা ছন্দে থাকলে দিনের সেরা তারাই।
বলিউডের অভিনেতা-প্রযোজক জন আব্রাহামের নর্থ ইস্ট ইউনাইটেড যেমন গতবারের চ্যাম্পিয়ন, তেমনই আইএসএল-এও নজরকাড়া একটা ক্লাব দল। তারকা ফুটবলার সমৃদ্ধ দলটির খেতাব ধরে রাখার লড়াই। আর সেই লড়াইতে নেতৃত্ব দিচ্ছেন মরোক্কান স্ট্রাইকার আলাদ্দিন আজারাই। চলতি টুর্নামেন্টে ৭টি গোল করে তিনি গোল্ডেন বুট জেতার দৌড়ে।
জুয়ান পেদ্রো বেনোলির নর্থ ইস্টকে গুরুত্ব দিলেও কুঁকড়ে নেই কিবু ভিকুনার ফুটবল ব্রিগেড। বরং শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে তৈরি লুকা মায়েচেন, জবি জাস্টিনরা। কোচের বক্তব্য, সিনিয়র-জুনিয়রের মিশেলে তার প্রথম একাদশ বেশ নজরকাড়া ফুটবল উপহার দিয়েছে। ফাইনালের জন্যে তারা ১০০ শতাংশই উজাড় করে দেবে। ফলে শনিবার ভাল কিছুরই প্রত্যাশায় ময়দানের পোড় খাওয়া বিদেশি কোচ কিবু ভিকুনা। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান ছিটকে যাওয়ায় বাংলার সব সমর্থন পকেটে নিয়েই মাঠে নামবে ডায়মন্ড হারবার।
