আসন্ন এশিয়া কাপের দলে ঠাঁই হয়নি শ্রেয়স আইয়ার এবং যশস্বী জয়সওয়ালের। দল ঘোষণার পর নির্বাচক প্রধান অজিত আগরকর ব্যাখ্যা দিয়েছিলেন, ভারতের টি-টোয়েন্টি দলে এই মুহূর্তে প্রতিভার অভাব নেই। সেই কারণেই বঞ্চিত থাকতে হচ্ছে আইয়ার এবং জয়সওয়ালকে। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির এই বিষয়ে মত কিছুটা ভিন্ন। দুই তারকাকে দলে না নেওয়া নিয়ে তিনি আঙুল তুললেন হেড কোচ গৌতম গম্ভীরের দিকে।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে বছর কয়েক আগের কথা মনে করিয়ে দিয়েছেন মনোজ। যখন গুরু গম্ভীরই স্বয়ং জয়সওয়ালকে সব ফরম্যাটের খেলোয়াড় হিসেবে দাবি করেছিলেন। মনোজ বলেন, “শ্রেয়স আইয়ার এবং যশস্বী জয়সওয়াল যোগ্যতা সত্ত্বেও দলে জায়গা করে নিতে পারেননি। অথচ গৌতম গম্ভীরের পুরনো ভিডিয়ো দেখুন। তিনি বলেছিলেন, যশস্বী জয়সওয়াল এমন এক খেলোয়াড় যাঁকে আমরা টি-টোয়েন্টি থেকে বাইরে রাখার কথা ভাবতেই পারি না।”
কার্যত দ্বিচারিতার অভিযোগ এনে মনোজ বলেন, এখন যেহেতু গম্ভীর নিজেই কোচ তাই দলে জায়গা হয় না জয়সওয়াল কিংবা আইয়ারের। তাঁর কথায়, “গত বছর শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স ছিল সেরা। এর পর টি-টোয়েন্টিতে তাঁর জায়গা না পাওয়াটা সত্যিই চোখে লাগার মতো।” বাংলার প্রাক্তন অধিনায়ক আরও বলেন, “দলের নির্বাচন প্রক্রিয়াটি এ বার থেকে সরাসরি সম্প্রচার করা উচিত। যাতে ক্রীড়াপ্রেমীরা জানতে পারেন কাকে নির্বাচিত করা হয়েছে এবং কেন করা হয়েছে।”
এক কথায়, জয়সওয়াল-আইয়ারকে বাদ দেওয়ায় হেড কোচ গম্ভীর এবং নির্বাচক কমিটির প্রধান আগরকরকে তুলোধোনা করেছেন মনোজ। জয়সওয়াল ১৫ জনের দলে না থাকলেও ৫ জনের স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন। কিন্তু শ্রেয়স আইয়ারকে সেখানেও উপেক্ষা করা হয়েছে। এ বিষয়টিও হতাশ করেছে মনোজকে। যদিও সাম্প্রতিক গুজব অনুযায়ী, আইয়ারই হতে পারেন টিম ইন্ডিয়ার পরবর্তী ওয়ানডে অধিনায়ক।
শোনা যাচ্ছে, খুব শিগগিরই অবসর নিতে পারেন রোহিত শর্মা। তাঁর জায়গায় আগামী ২০২৭ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স। একটি সূত্র জানিয়েছে, এশিয়া কাপ শেষ হলেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা করতে পারে বিসিসিআই। তবে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্যত উড়িয়ে দিয়েছেন এই গুজব। তিনি বলেন, “এটা আমার কাছে একদম নতুন খবর। এরকম কোনও আলোচনাই হয়নি।”
