আগামী ২৪শে অগাস্ট রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি সেতুর স্টিল পোর্টাল বিম বসানো, স্টে এবং হোল্ডিং-ডাউন কেবল ও বেয়ারিং প্রতিস্থাপনসহ মেরামত ও সংস্কারের কাজ হাতে নিচ্ছে। এই কারণে জনস্বার্থে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
কলকাতা পুলিশ কমিশনার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানান, ২৪শে অগাস্ট ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত, মোট ১৬ ঘণ্টা বিদ্যাসাগর সেতু ও তার সমস্ত র্যাম্প দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
কোন কোন রাস্তায় গাড়ি চলাচল করবে, সেই বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
নোটিফিকেশনে দেওয়া বিকল্প রুটের বিবরণে বলা হয়েছে, পশ্চিমমুখী সব গাড়ি, যারা এ.জে.সি বোস রোড দিয়ে জিরাট আইল্যান্ড থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসছে, তাদের টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিং দিয়ে যেতে হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড ধরে স্ট্র্যান্ড রোড হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কে.পি. রোড নিতে হবে।
পশ্চিমমুখী সব গাড়ি, যারা কে.পি. রোড ধরে জে অ্যান্ড এন আইল্যান্ড দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসছে, তাদের ১১ ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজে যেতে হবে। পূর্বমুখী সব গাড়ি, যারা সি.জি.আর. রোড ধরে খিদিরপুর দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসছে, তাদের হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ দিয়ে যেতে হবে।
যে সব গাড়ি কে.পি. রোড দিয়ে ওয়াই-পয়েন্ট (ঘোড়া পাসের কাছে) র্যাম্প ধরে বিদ্যাসাগর সেতুর দিকে উঠছে, তাদের ওয়াই-পয়েন্ট থেকে কে.পি. রোড ধরে ১১ ফারলং গেট হয়ে রেড রোড হয়ে হাওড়া ব্রিজে যেতে হবে। এছাড়াও প্রয়োজনে গাড়ি অন্যান্য আর্টেরিয়াল রোড দিয়েও ঘোরানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
এই নিয়ম কার্যকর থাকবে ২৪শে অগাস্ট ২০২৫ সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। অর্থাৎ, রবিবার ২৪শে অগাস্ট প্রায় সারাদিন বিদ্যাসাগর সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে। যাত্রী ও পরিবহণকারী সংস্থাগুলিকে বিকল্প রাস্তায় চলাচলের জন্য আগাম সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে কলকাতা পুলিশ।