কলকাতার আগেই কেরলে আসছেন লিওনেল মেসি। আসছে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলও। কেরল সরকারের আমন্ত্রণ গ্রহণ করে একটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ খেলবে লিও মেসির দেশ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), শনিবার তাদের ভারত সফরের কথা জানিয়ে দিয়েছে। জানানো হয়েছে, নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যেই মেসি সহ আর্জেন্টিনা দল ভারতে যাবে একটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে।
প্রসঙ্গত লিওনেল মেসির ডিসেম্বর মাসের ভারত সফরের সূচি আগেই প্রকাশ্যে এসেছে। একাই আসছেন তিনি। সেই সফরে অবশ্য তাঁর কোনও ফুটবল ম্যাচ খেলার কথা নেই। বরং কলকাতা, আহমেদাবাদ, মুম্বই ও দিল্লিতে একাধিক ইভেন্টে অংশ নেওয়ার জন্যেই আসছেন। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও রয়েছে আলাপ-চারিতা পর্ব। তাই সবকিছু ঠিক থাকলে বছরের শেষ দু-মাসে দুবার করে মেসি দর্শনের সুযোগ মিলবে দেশের ফুটবল অনুরাগীদের।
মেসির আর্জেন্টিনা তাদের ভারত সফরের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর থেকে চলছে জোর জল্পনা। জল্পনার কেন্দ্রে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচটিকে ঘিরে। তাদের প্রতিদ্বন্দ্বীর কথা কিছু বলা হয়নি। তবে কারা খেলতে পারে তার একটা ইঙ্গিত দিয়েছেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান। বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষস্তরে একটা জাতীয় দলকে তারা আনার চেষ্টা করছেন।
কেরলের কোথায় এই ম্যাচটি হবে তাও চূড়ান্ত হয়নি। তবে কোচিতে হলে হবে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। কারণ সেখানেই রয়েছে ৬০০০০ দর্শক আসনের আন্তর্জাতিক মানের বিশাল মাঠ। আইএসএল ফুটবলের ক্লাব দল, কেরালা ব্লাস্টার্সের হোম গ্রাউন্ড হল কোচির এই জওহরলাল নেহরু স্টেডিয়াম।
মেসির আর্জিন্টিনার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কারা খেলবেন? কেরলের ক্রীড়ামন্ত্রী সংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ”ফিফা তালিকাভুক্ত শীর্ষ ৫০টি দেশের মধ্যে থেকেই একটি দল নির্বাচন করব। বেশ কয়েকটি দল আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে। অস্ট্রেলিয়ান ফুটবল দলও আগ্রহ প্রকাশ করেছে। তাছাড়া অস্ট্রেলিয়ার সঙ্গে একটি ক্রীড়া বিনিময় চুক্তিও রয়েছে আমাদের।”
অস্ট্রেলিয়াকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কেরল ক্রীড়ামন্ত্রী জানান, তাঁরা আরও তিন চারটি দল দলের সঙ্গে কথা বলেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের কেরল সফর ২০২৬ সালে করতে চেয়েছিল। কিন্তু কেরল সরকারের অনুরোধে নভেম্বর মাসেই আসার সিদ্ধান্ত নেয়। এএফএ-র ঘোষণায় রীতিমতো উচ্ছ্বসিত কেরলের ক্রীড়ামন্ত্রী বলেন, ”আমরা ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে অক্টোবর-নভেম্বরে কেরলে আনার ইচ্ছা পোষণ করছিলাম। এএফএ শেষমেষ তাতে সম্মত হয়েছে”।
লিওনেল মেসির আর্জেন্টিনা কেরলে যদি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলে, তাহলে ২০২২ ফিফা বিশ্বকাপের মতোই ফের একটা জমজমাট ম্যাচ দেখতে পারবেন গোটা দেশের ফুটবল অনুরাগীরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেদিন নজরকাড়া খেলেছিলেন অধিনায়ক মেসি। সেদিন লিও মেসির ফুটবলকে, বিশ্বকাপের সেরা ব্যক্তিগত পারফরম্যান্স বলে চিহ্নিত করেছেন ম্যান ইউ তারকা রিও ফার্দিনান্দ। ২০২২ সালের বিশ্বকাপে রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি জিতে নিয়েছিল মেসির আর্জেন্টিনা।